PeaHen in Village: গ্রামের মধ্যেই ঘুরছে ময়ূরী! স্থানীয়রা যা করল...জানলে হাঁ হয়ে যাবেন...মুখে কথা ফুটবে না
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
PeaHen in Village: এই গ্রামেই বিগত ১৫ /২০ দিন ধরে দেখা মিলছিল একটি ময়ূরীর। গ্রামের বিভিন্ন জায়গায় নানা সময় এই ময়ূরীটিকে দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারাও এই পাখি দেখার জন্য ভিড় জমাচ্ছিলেন উৎসাহিত হয়ে।
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: জঙ্গল ছেড়ে এবার বাড়ির মধ্যেই ময়ূরী! নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন ? তবে শুনে কিছুটা অবাক লাগলেও আদতে এটাই সত্যি। জঙ্গল ছেড়ে একেবারে লোকালয়ে গ্রামের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল ময়ূরী। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ ব্লকের দেওয়ানদিঘী থানার অন্তর্গত কুড়মুন গ্রামের। এই গ্রামেই বিগত ১৫ /২০ দিন ধরে দেখা মিলছিল একটি ময়ূরীর। গ্রামের বিভিন্ন জায়গায় নানা সময় এই ময়ূরীটিকে দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারাও এই পাখি দেখার জন্য ভিড় জমাচ্ছিলেন উৎসাহিত হয়ে।
কুড়মুন গ্রামের মধ্যেই যেন তার আস্তানা গেড়েছিল পাখিটি। তবে হঠাৎই একটি বাড়ির বেড়াজালে আটকে পরে ময়ূরীটি। তার পরই স্থানীয় কয়েকজন পাখিটিকে উদ্ধার করে এবং বনদফতরের হাতে তুলে দেয়। স্থানীয় বাসিন্দা অপু মালিক এই বিষয়ে বলেন, “বনদফতরের কর্মীরা আগেও এসেছিলেন কিন্তু তখন ধরতে পারেনি। তবে এদিন ওই ময়ূরটা একটা লোকের বাড়ির বেড়াজালে আটকে যায়, কয়েকটা বাচ্চা ছেলে ওটাকে উদ্ধার করে বনদফতরে খবর দিলে তারা এসে ওটাকে উদ্ধার করে নিয়ে যায়।”
advertisement
পরবর্তীতে বনদফতরের কর্মীরা এসে ময়ূরীটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ময়ূরীটিকে দেখতে বহু স্থানীয় বাসিন্দা ভিড় জমিয়েছিলেন। বর্ধমান বনদফতরের কর্মী হারাধন বৈরাগীর কথায়, বন্যপ্রাণী দেখতে পেলেই সকলেরই উচিত স্থানীয় প্রশাসন অথবা বনদফতরকে জানানো। এই বিষয়ে তিনি আরও বলেন, “আমরা এসে এই ময়ূরীটিকে উদ্ধার করলাম এবং এটাকে বর্ধমান বনবিভাগে নিয়ে যাচ্ছি। মনে হয় দলছুট হয়ে যাওয়ার কারণেই গ্রামের মধ্যে এই ময়ূরীটিকে দেখা যাচ্ছিল।”
advertisement
advertisement
আরও পড়ুন : ঘরের পাশেই কলকাতার কাছেই একসঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ! হাতে মাত্র আধবেলা থাকলে চৈত্র মাসেই পুণ্য অর্জনের জন্য আসুন এখানে
প্রসঙ্গত এর আগেও এই গ্রামে ময়ূর দেখা গিয়েছিল। সেটাকেও বনদফতরের তরফ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এরপর আবারও একই ঘটনা ঘটল। বনদফতরের তরফ থেকে ময়ূরীটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট স্বস্তি পেয়েছেন এলাকাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 10:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
PeaHen in Village: গ্রামের মধ্যেই ঘুরছে ময়ূরী! স্থানীয়রা যা করল...জানলে হাঁ হয়ে যাবেন...মুখে কথা ফুটবে না