Dholahat Blast: ছড়িয়ে আছে আসবাব, উড়ে গিয়েছে দেওয়াল! ধ্বংসস্তূপ বণিক বাড়ির অবস্থা এখন কেমন? দেখলে শিউরে উঠবেন

Last Updated:

সকালের আলো ফুটতেই ঢোলাহাটের বিস্ফোরণের জায়গা দেখে শিউরে উঠছেন সকলেই।‌ যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল তার দেওয়ালের একাংশ উড়ে গিয়েছে। ঘরের আসবাবপত্র ছিটকে পড়েছে কয়েকশ মিটার দূরে। বিস্ফোরণের ভয়াবহতায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৭ জনের।

+
বিস্ফোরণের

বিস্ফোরণের স্থল

ঢোলাহাট: সকালের আলো ফুটতেই ঢোলাহাটের বিস্ফোরণের জায়গা দেখে শিউরে উঠছেন সকলেই।‌ যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল তার দেওয়ালের একাংশ উড়ে গিয়েছে। ঘরের আসবাবপত্র ছিটকে পড়েছে কয়েক’শ মিটার দূরে। বিস্ফোরণের ভয়াবহতায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৮ জনের।
এখনও পর্যন্ত পরিবারের চার সদস্য নিখোঁজ। ঘটনার সময় ঠিক কী ঘটেছে তা জানতে মরিয়া প্রয়াস চালাচ্ছে পুলিশ। তবে স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকেও এর আওয়াজ পেয়েছেন সকলে।
advertisement
advertisement
ঘটনাস্থলের ছবি বলে দিচ্ছে বিস্ফোরণের তীব্রতা ছিল কতটা। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাড়ির ছাদের একাংশ। সিলিং থেকে খসে পড়েছে বড় চাঙড়, বেঁকে গিয়েছে সিলিং ফ্যান। খাট-টেবিল সহ বাড়ির আসবাব পত্র পুড়ে ছাই। লন্ডভন্ড হয়ে রয়েছে রান্নাঘর।
এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বাজির খোল। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ যেভাবে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, তাতে কেঁপে ওঠেন আশপাশের লোকজন। সকালের আলো ফুটতেই ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
এখনও পর্যন্ত মোট ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ৬ মাস, ৪ মাস ও ৮ মাসের শিশু রয়েছে। ১১ বছরের এক নাবালকের মৃত্যুরও খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ৮-১০ বছর ধরে ওই ব্যবসা চালাচ্ছিলেন দুই ভাই। সবটাই পুলিশ প্রশাসনের গোচরে ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। ঘটনার পর থেকে দুই ভাইয়ের কোনও খোঁজ পায়নি পুলিশ। তারা আহত অবস্থায় কোনও হাসপাতালে চিকিৎসাধীন কি না, তা স্পষ্ট নয়। দুই ভাই-সহ চারজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dholahat Blast: ছড়িয়ে আছে আসবাব, উড়ে গিয়েছে দেওয়াল! ধ্বংসস্তূপ বণিক বাড়ির অবস্থা এখন কেমন? দেখলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement