Patharpratima Blast: পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনার পর মহেশতলায় তৎপর পুলিশ, নুঙ্গিতে করা হলো মাইকিং
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Patharpratima Blast: পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণ কান্ডে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৮ জনের। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ভয়াবহ বিস্ফোরণ কান্ডে কার্যত মৃত্যু মিছিল। বিস্ফোরণ স্থলের আশপাশে চাষের জমিতে বস্তা এবং বালতি ভর্তি বাজি।
পাথরপ্রতিমা, সমীর মন্ডলঃ পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণ কান্ডে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৮ জনের। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ভয়াবহ বিস্ফোরণ কান্ডে কার্যত মৃত্যু মিছিল। বিস্ফোরণ স্থলের আশপাশে চাষের জমিতে বস্তা এবং বালতি ভর্তি বাজি। এই ঘটনার পর মহেশতলায় তৎপর পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ সন্তান পাটকাঠির মতো রোগা? বাচ্চার ওজন হবে ’পারফেক্ট’! সন্তানের পাতে দিন এই ৫ খাবার! টেক্কা দেবে ক্লাসের সবাইকে
পাথরপ্রতিমার এই ঘটনার পর আজই মহেশতলা থানা এলাকায় নুঙ্গিতে মাইকিং করা হলো পুলিশের পক্ষ থেকে। অবৈধ বাজি তৈরি বা মজুত করতে নিষেধ করা হয় পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই লুঙ্গি বাজি বাজারে বন্ধ বাজি দোকান শুনশান গোটা এলাকা। প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুকদেব নস্কর জানান গতকালের ঘটনা খুব দুঃখজনক।
advertisement
আরও পড়ুনঃ কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ! বের করা হলো দর্শকদের, বন্ধ জনসাধারণের প্রবেশ
এক সপ্তাহ আগে সচেতনতা শিবির করা হয়েছিল। রাজ্যে জুড়ে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের সবাইকে নিয়ে করা হয়েছিল। কীভাবে বাজি রাখা হবে তৈরি করা হবে সেটা সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। তারপরেও যদি কেউ এই ভাবে নিজের প্রাণহানি ঘটায় তাঁর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু নেই।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 2:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patharpratima Blast: পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনার পর মহেশতলায় তৎপর পুলিশ, নুঙ্গিতে করা হলো মাইকিং