আচমকা ছুটে এল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দুই শিশু সহ ৩ জনের মৃত্যুর অভিযোগ! হুগলির গোবরায় তুলকালাম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ঘটনার পরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোবরা স্টেশন চত্বরে৷ স্টেশন মাস্টারের ঘর, টিকিউ কাউন্টার ভাঙচুরের পাশাপাশি এক রেল কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ৷
রানা কর্মকার, হুগলি: শিয়ালদহ থেেক আলিপুরদুয়ারগামী আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় দুই শিশু সহ এক ব্যক্তির মৃত্যু হল৷ এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে হুগলির গোবরা স্টেশনে৷ স্টেশন মাস্টারের ঘরেও ভাঙচুর করে ক্ষুব্ধ রেলযাত্রীরা৷ অভিযোগ, কোনও ঘোষণা ছাডা়ই আচমকা ট্রেন এক্সপ্রেস ট্রেন এসে পড়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷
বিক্ষোভকারীরা দুই শিশু সহ তিন জনের মৃত্যুর অভিযোগ করলেও রাত পর্যন্ত রেল পুলিশ একজনেরই দেহ উদ্ধার করেছে৷ স্টেশনে ভাঙচুর করার অভিযোগে একজনকে গ্রেফতারও করা হয়েছে৷
advertisement
প্রত্যক্ষদর্শীদের কথায়, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ কোনও ঘোষণা ছাড়াই আচমকা হাওড়ার দিক থেকে বর্ধমানের দিকে আপ লাইনে চলে আসে আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস৷ রেলযাত্রী এবং পথচারীদের অভিযোগ, এক্সপ্রেস ট্রেন আসার ঘোষণা না হওয়ায় অনেকেই নিশ্চিন্ত হয়ে রেল লাইন পার হচ্ছিলেন৷ আচমকাই তীব্র গতিতে ছুটে আসে কাঞ্চনকন্যা এক্সপ্রেস৷ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন দুই শিশু সহ ওই ব্যক্তি৷
advertisement
এই ঘটনার পরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোবরা স্টেশন চত্বরে৷ স্টেশন মাস্টারের ঘর, টিকিউ কাউন্টার ভাঙচুরের পাশাপাশি এক রেল কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, গোবরা স্টেশনের উপর দিয়ে অসংখ্য দ্রুতগতির ট্রেন যাতায়াত করে৷ কিন্তু কোনও সময়ই কোনও ঘোষণা করা হয় না৷ ফলে কোন লাইন দিয়ে ট্রেন আসছে তা বুঝতে পারেন না লেভেল ক্রসিং দিয়ে রেল লাইন পারাপার করা সাধারণ মানুষ৷
advertisement
ঘটনার খবর পেয়েই ছুটে আসে রেল পুলিশ৷ নিহত এক ব্যক্তির দেহ রেল লাইনের উপর থেকেই উদ্ধার করে তারা৷ যদিও রাত পর্যন্ত শিশু দুটির খোঁজ মেলেনি৷ নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ রেল কর্তৃপক্ষের অবশ্য দাবি, এই ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়নি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2023 3:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আচমকা ছুটে এল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দুই শিশু সহ ৩ জনের মৃত্যুর অভিযোগ! হুগলির গোবরায় তুলকালাম