East Bardhaman News: প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে কিছুটা আলাদা! এমন দোল খেলা আগে দেখেননি

Last Updated:

East Bardhaman News: দোলের আগে বর্ধমান-হাওড়া লোকাল ট্রেনে ধরা পড়ল এক মনোমুগ্ধকর দৃশ্য। দোলের দিন সরকারি-বেসরকারি অফিসে ছুটি থাকে। কলকাতায় কর্মরত একদল অফিসযাত্রী ট্রেনের মধ্যেই রঙে রঙিন হয়ে উঠলেন।

ট্রেনের মধ্যেই দোল 
ট্রেনের মধ্যেই দোল 
পূর্ব বর্ধমান: দোলের আগে বর্ধমান-হাওড়া লোকাল ট্রেনে ধরা পড়ল এক মনোমুগ্ধকর দৃশ্য। দোলের দিন সরকারি-বেসরকারি অফিসে ছুটি থাকে। কলকাতায় কর্মরত একদল অফিসযাত্রী ট্রেনের মধ্যেই রঙে রঙিন হয়ে উঠলেন। উকিল, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে দোল উৎসবে মেতে উঠলেন ট্রেনের কামরায়। শ্রীরামপুরের বাসিন্দা অর্ণব মুখোপাধ্যায় জানালেন,”বহু বছর ধরে তিনি একই ট্রেনে চেপে কলকাতায় কর্মস্থলে যান। এভাবেই ট্রেনের নিয়মিত সহযাত্রীদের সঙ্গে গড়ে উঠেছে এক পারিবারিক সম্পর্ক।”
কেউ উকিল, কেউ শিক্ষক, কেউবা ইঞ্জিনিয়ার—তবে পেশার গন্ডি পেরিয়ে সকলেই হয়ে উঠেছেন একে অপরের বন্ধু। শুধু ট্রেনে যাতায়াতই নয়, একসঙ্গে পিকনিক করা, বেড়াতে যাওয়া, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া সবই চলে সমানতালে। এবারের দোলের আনন্দকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তন দাস, সৌরভ সেনাপতি সহ আরও অনেকেই আগেভাগেই পরিকল্পনা করেছিলেন ট্রেনের মধ্যেই রঙ খেলবেন। ঠিক সেইমত সঙ্গে নিয়ে এসেছিলেন নানা রঙের আবির। ট্রেন ছাড়তেই একে অপরকে রঙ লাগিয়ে শুরু হয় দোল উৎসব।
advertisement
ট্রেনের মধ্যে সব সহকর্মী বা সহযাত্রী একজায়গায় হলে ট্রেনের মধ্যেই একে অপরের গালে আবির ছুঁয়ে দেন এবং পালন করেন দোল উৎসব। মুহূর্তেই সাদা-কালো ট্রেনের কামরা রঙিন হয়ে ওঠে ভালোবাসার আবিরে! বন্ধুত্বের এই সুন্দর রঙিন মুহূর্তের সাক্ষী থাকল বর্ধমান-হাওড়া লোকাল। সহযাত্রীদের সঙ্গে এভাবে দোল উদযাপনের ছবি সত্যিই ব্যতিক্রমী এবং হৃদয়স্পর্শী! সাধারণত আমরা দোল খেলতে দেখি বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে বাড়িতে বা রাস্তায়, কিন্তু ট্রেনের মধ্যে সহযাত্রীদের সঙ্গে এভাবে দোল পালনের দৃশ্য সত্যিই বিরল। অফিসযাত্রার ক্লান্তি, ব্যস্ততা ভুলে তাঁরা যেভাবে নিজেদের আনন্দ খুঁজে নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
advertisement
advertisement
বর্ধমান-হাওড়া লোকাল ট্রেনের এই রঙিন মুহূর্ত শুধু একটি বিশেষ দিনের উদযাপন নয়, বরং প্রমাণ করে দিল যে বন্ধুত্বের রঙ কখনও ম্লান হয় না। সহযাত্রীদের সঙ্গে প্রতিদিনের একঘেয়ে সফরও কখনও কখনও হয়ে ওঠে জীবনের এক মধুর অভিজ্ঞতা!
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে কিছুটা আলাদা! এমন দোল খেলা আগে দেখেননি
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement