একশোর বেশি লোকাল ট্রেন বাতিল! চরম হয়রানি যাত্রীদের, ভোগান্তির শেষ নেই!

Last Updated:

Indian Railways: ১৪৩ টি ট্রেন বাতিল হওয়ায় চরম দুর্ভোগে জেলার মানুষের। রেলপথের সমস্যার কারণে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেই গন্তব্যে পৌঁছতে চেষ্টা করেন যাত্রীরা। অনেক জায়গায় বেশি ভাড়া নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

+
যাত্রী

যাত্রী হয়রানি

উত্তর ২৪ পরগনা: ১৪৩ টি ট্রেন বাতিল হওয়ায় চরম দুর্ভোগে জেলার মানুষের। রেলপথের সমস্যার কারণে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেই গন্তব্যে পৌঁছতে চেষ্টা চালাচ্ছেন যাত্রীরা।
এর জেরেই চরম যাত্রী হয়রানির শিকার মানুষজন। দমদম স্টেশনের ইন্টারলকিং এর কাজের জন্য বাহান্ন ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রণের কথা আগেই জানানো হয়েছে।
১৬ তারিখ রাত বারোটা থেকে ১৮ তারিখ বিকেল চারটে পর্যন্ত ১৪৩ টি ট্রেন বাতিল করা হয়েছে বলেই খবর। তবে ঘুর পথে ৪৬ ট্রেন চালানো হচ্ছে এমনটাই পূর্ব রেল সুত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন- আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা!বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
তিনটি দূরপাল্লার ট্রেনও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। দমদম জংশনে রেলের লাইনের কাজের জন্য অনেক গাড়ি ক্যানসেল করা আছে। পূর্ব ঘোষণা থাকলেও ব্যস্ততম এই রেলপথ ব্যবহার করে প্রতিদিন লক্ষাধিক মানুষ প্রয়োজনে যাতায়াত করে থাকেন। তাই এদিন প্রয়োজনের ট্রেন বাতিল করায় কিছুটা হলেও সমস্যায় পড়েছেন রেল যাত্রীরা।
advertisement
আরও পড়ুন- বেপরোয়া টোটো, উল্টে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর! আগুন জ্বলল হাওড়ায়
হয়রানির শিকার হতে হয়েছে বহু মানুষকে। এই কয়েকদিন শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাসনাবাদ, বনগাঁ শাখা সহ একাধিক লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে। নিত্যযাত্রীরা অনেকেই বাসে বা প্রাইভেট গাড়িতে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
৫২ ঘণ্টা পর আবার স্বাভাবিকভাবেই সব ট্রেন চলাচল করবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। তবে অন্য দিনের তুলনায় এদিন বিভিন্ন স্টেশনে যাত্রীদের যে ভিড় চোখে পড়ে, তা অনেকটাই হালকা।
advertisement
বাসে ভিড়ের কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বহু যাত্রীকে। এমনকী অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে যাত্রীবাহী পরিবহনের ক্ষেত্রে। আগামীকালও এই দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একশোর বেশি লোকাল ট্রেন বাতিল! চরম হয়রানি যাত্রীদের, ভোগান্তির শেষ নেই!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement