Paschim Medinipur News: হলদিয়ায় নিয়ে গিয়ে মামিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ভাগ্নে! কেশিয়ারিতে চাঞ্চল্য
- Published by:Debamoy Ghosh
- local18
Last Updated:
গত ১৪ নভেম্বর মহিলার স্বামী কেশিয়াড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। গত ২০ নভেম্বর হলদিয়া থেকে স্বামীর সঙ্গে ফিরে আসেন অভিযোগকারিণী মহিলা।
শঙ্কর রাই, কেশিয়াড়ি: নিজের মামিকেই অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানা এলাকায়৷ মামির অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ভাগ্নে শিবু ঘোষকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হলে, বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, কেশিয়াড়ি থানা এলাকারই বাসিন্দা, এক গৃহবধূ (৩২) শুক্রবার অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন। শিবু ঘোষ নামে বছর তিরিশের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ওই গৃহবধূ সম্পর্কে শিবুর মামি। অভিযোগ পাওয়ার পরই শুক্রবার রাতে শিবুকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেফতার করে কেশিয়াড়ি থানার পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর মহিলার স্বামী কেশিয়াড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। গত ২০ নভেম্বর হলদিয়া থেকে স্বামীর সঙ্গে ফিরে আসেন অভিযোগকারিণী মহিলা। ২১ নভেম্বর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
advertisement
যদিও প্রাথমিক তদন্তে অপহরণের কোনও প্রমাণ মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর৷ এ দিন আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত যুবক দাবি করেন, ‘মামির সঙ্গে চার বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল আমার। মামিই একদিন বলে, চলো আমরা কোথাও পালিয়ে যাই। হলদিয়ায় গিয়েছিলাম আমরা।’ অভিযুক্ত যুবকের মা বলেন, ‘আমি জানতাম না ওদের মধ্যে এই সম্পর্ক গড়ে উঠেছে। জানলে নিশ্চয়ই বাধা দিতাম। আমার ছেলেও বিবাহিত। ওর মামিমা মাঝেমধ্যেই শিবুকে ফোন করে ডাকত, চাষবাস সহ নানা কাজে সহযোগিতা করার জন্য। আমিও আমার ভাইয়ের বৌকে খুব ভালোবাসতাম। শেষে ওই ফাঁসিয়ে দিল আমার ছেলেকে।’ অন্যদিকে, অভিযোগকারিনীর স্বামী বলেন, ‘এনিয়ে আপনাদের কিছু বলতে চাইনা। যা হওয়ার আইন-আদালতের মাধ্যমেই হবে।’
advertisement
কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার বলেন, ‘শুক্রবার অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আমরা নিজেদের হেফাজতে নিয়েছি। তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2025 5:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: হলদিয়ায় নিয়ে গিয়ে মামিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ভাগ্নে! কেশিয়ারিতে চাঞ্চল্য

