Paschim Medinipur: ‘ইয়ারো দোস্তি’ ৬০ গায়ক-গায়িকার সুরে ফের জেগে উঠলেন কেকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মাত্র সাত দিন আগে গিটার শিল্পী সায়ন দে (স্যান্ডি) এই আহ্বান জানিয়েছিলেন ফেসবুকে। এভাবে সাড়া পাবেন ভাবেননি!
#পশ্চিম মেদিনীপুর: প্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (Krishna Kumar Kunnath) ওরফে কে কে ‘না ফেরার দেশে’, তবে তাঁর প্রতিটি গান আজও শ্রোতাদের মনে-প্রাণে-হৃদয় জুড়ে। প্রেমে কিংবা বিরহে আজও তরুণ-তরুণীরা গেয়ে ওঠেন- ‘ক্যায়া ইয়ে প্যায়ার হ্যায়’ কিংবা ‘তুহি মেরি সব হ্যায়’ অথবা ‘তড়প তড়প কে ইস দিল সে আহে নিকলতি রহি’। প্রিয় সেই গায়ককে তাঁর গানেই শ্রদ্ধা জানালেন শহর মেদিনীপুরের ৬০ জন তরুণ সঙ্গীতশিল্পী।
রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এই অনন্য শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ‘সব হারানোর মাঝেও’ মন ভালো করে দিল সঙ্গীতানুরাগী শহরবাসীর। মাত্র সাত দিন আগে গিটার শিল্পী সায়ন দে (স্যান্ডি) এই আহ্বান জানিয়েছিলেন ফেসবুকে। এভাবে সাড়া পাবেন ভাবেননি!
advertisement
advertisement
রবিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে গিটার সহ নানা বাদ্যযন্ত্র নিয়ে জেলা পরিষদ প্রাঙ্গনে সায়ন ছাড়াও পৌঁছে যান এই শহর মেদিনীপুরের এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম- সৌনক বন্দ্যোপাধ্যায়, রাজা দাস, সৌম্যদীপ দাস মহাপাত্র, রিও নন্দ, দেবীপদ পান্ডা সহ অনেকেই। সবমিলিয়ে ৬০ জন সঙ্গীত শিল্পী এবং গীটার শিল্পী এদিন পৌঁছান বলে জানিয়েছেন সায়ন। এছাড়াও, অসংখ্য তরুণ-তরুণী সহ কে.কে অনুরাগীরা ছিলেন।
advertisement
প্রায় ৪০-৫০ জন শিল্পী একসঙ্গে গাইলেন, ‘তুহি মেরি সব হ্যায়’, ‘ক্যায়া ইয়ে প্যায়ার হ্যায়’, ‘ইয়ারো দোস্তি বড়ি হসিন হ্যায়’ থেকে ‘হম রহে ইয়া না রহে কাল’। গিটারে সঙ্গত করলেন একসাথে প্রায় ২০ জন শিল্পী। অভিনব এই আয়োজনে অভিভূত হলেন জেলা শহরের সঙ্গীতানুরাগীরা মানুষেরা। গানে গানে স্মরন করলেন KK কে।
Partha Mukherjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2022 7:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur: ‘ইয়ারো দোস্তি’ ৬০ গায়ক-গায়িকার সুরে ফের জেগে উঠলেন কেকে