Paschim Medinipur: এক -দু কেজি নয়, ৩১ কেজি গাঁজা উদ্ধার, কিন্তু...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই বাড়ির মালিক তথা অভিযুক্ত গাঁজা ব্যবসায়ী উদয় শঙ্কর চক্রবর্তী।
#পশ্চিম মেদিনীপুর: জঙ্গলমহল শালবনীতেও চালানো হল বিশেষ অভিযান। যদিও, অবৈধ গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত উদয় শঙ্কর চক্রবর্তী পলাতক। তবে, তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শালবনি- পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল মহল শালবনী থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ডিএসপি (অপারেশন) দুর্লভ সরকারের নেতৃত্বে শুক্রবার (২২ এপ্রিল) রাতে এই বিশেষ অভিযান চালায় শালবনী থানা ও পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। শালবনী থানার পিড়াকাটা ফাঁড়ির সাতপাটী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজা আটক করেছে পুলিশ।
advertisement
advertisement

তবে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই বাড়ির মালিক তথা অভিযুক্ত গাঁজা ব্যবসায়ী উদয় শঙ্কর চক্রবর্তী। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে শালবনী থানা ও পিড়াকাটা পুলিশ পোস্ট।
advertisement
জানা গেছে, জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের নির্দেশ মেনে প্রতিটি থানা এলাকাতেই এই ধরনের অবৈধ গাঁজা, চোলাই মদের ব্যবসা বন্ধ করতে বিশেষ অভিযান শুর করেছে বিভিন্ন থানার পুলিশ এবং এই ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চালানো হবে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যে, জেলা জুড়ে চোলাই অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে জেলা পুলিশ।
advertisement
বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিকভাবে চলছে গাঁজা আটক করার কাজও। দাঁতন-ওড়িশা সীমানা এলাকায় দাঁতন থানার পুলিশ ধারাবাহিকভাবে গাঁজা সমেত পাচারকারীদের পাকড়াও করছে। এবার, জঙ্গলমহল শালবনীতেও চালানো হল বিশেষ অভিযান। যদিও, অবৈধ গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত উদয় শঙ্কর চক্রবর্তী পলাতক। তবে, তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে এত বিপুল পরিমাণ গাজা কোথা থেকে এলো এবং কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শালবনী থানা ও পীড়াকাটা ফাঁড়ির পুলিশ।
advertisement
Partha Mukherjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
April 24, 2022 10:21 PM IST