বহু মানুষের যাতায়াত, সেই রাস্তাতেই ভেঙে পড়ল বাড়ির একাংশ! চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড

Last Updated:

House Collapsed: বাড়িটির একাংশ যে রাস্তার উপর ভেঙে পড়েছে, সেখান দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। ফলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত

বাড়ির একাংশ ভেঙে পড়ল
বাড়ির একাংশ ভেঙে পড়ল
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। হুগলি জেলার চুঁচুড়ায় এদিন ঘটনাটি ঘটেছে। বাড়ির একাংশ যে রাস্তার উপর ভেঙে পড়েছে, সেখান দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। ফলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত।
স্থানীয় বাসিন্দারা জানান, চুঁচুড়া হাসপাতাল রোড জনবহুল এলাকা। এখানে সামনের গলিতে আখনবাজার চন্ডী বাবু লেনের পাশে একটি পুরনো বাড়ি রয়েছে। তার নীচে একটি লন্ড্রি দোকান আছে। দীর্ঘদিন ধরেই বাড়িটির ভগ্ন দশায় পড়ে রয়েছে।একাংশে একজন ভাড়াটে থাকেন। বাকি দোতলা বাড়ির পুরোটাই পরিত্যক্ত।
আরও পড়ুনঃ রাত বাড়লেই শুরু হয়…! অতিষ্ট ব্যবসায়ী-এলাকাবাসী, আমডাঙা-কাঁকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ
যে কোনও সময় বাড়ি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা পুরসভাকে জানিয়েছিলেন। কিন্তু পুরসভা থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। আজ সকালে বাড়ি ভেঙে পড়ার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার। সেই সঙ্গেই আসে চুঁচুড়া থানার পুলিশ, ট্রাফিক। গার্ডরেল দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয়।
advertisement
advertisement
কাউন্সিলর জানান, বাড়ির মালিককে নোটিশ করে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলতে বলা হবে। স্থানীয়দের আশঙ্কা, বাকি অংশ দ্রুত ভেঙে না ফেললে বড় কোনও বিপদ হতে পারে। বৃষ্টির জলে পুরনো বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়েছে। সেই কারণে আজ আচমকা ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহু মানুষের যাতায়াত, সেই রাস্তাতেই ভেঙে পড়ল বাড়ির একাংশ! চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement