স্মার্ট ফোনের আসক্তি ভয়ানক হতে পারে পরিণতি! বিকল্প রাস্তা নিচ্ছেন বাবা-মা-রা
- Published by:Sudip Paul
Last Updated:
খেলাধুলো আমাদের শরীর ও মন দুই ভালো রাখে। পড়াশোনার পাশাপাশি প্রতিদিন খেলাধুলা করতেও বলেন চিকিৎসকেরা। এতে বাচ্চাদের শরীরের ও মনের বিকাশ বৃদ্ধি পায়। এছাড়াও পড়াশোনায় একাগ্রতা বাড়ে বলেও জানান তারা।
নবদ্বীপ: খেলাধুলো আমাদের শরীর ও মন দুই ভালো রাখে। পড়াশোনার পাশাপাশি প্রতিদিন খেলাধুলা করতেও বলেন চিকিৎসকেরা। এতে বাচ্চাদের শরীরের ও মনের বিকাশ বৃদ্ধি পায়। এছাড়াও পড়াশোনায় একাগ্রতা বাড়ে বলেও জানান তারা। তবে বর্তমানে আগের মত আর দেখা যায় না মাঠে ময়দানে ছেলেমেয়েদের ভিড়। আজ থেকে প্রায় বছর দশেক আগে গ্রাম ও মফস্বলের সমস্ত মাঠগুলিতে দুপুর বেলা দেখা যেত বিভিন্ন ধরনের খেলাধুলোয় মেতে আছে ছোট-বড় সকলেই। তবে বর্তমানে চিত্রটা অনেকখানি বদলে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর মূল কারণ হল আধুনিক স্মার্টফোন।
মুঠোফোনের জগতে বাচ্চারা ভুলতে বসেছে মাঠে ময়দানে খেলাধুলো। ক্রিকেট অথবা ফুটবল দেখতে এখনও পর্যন্ত আমরা সকলেই খুবই ভালোবাসি। তবে মাঠে গিয়ে খেলার কথা বললে খুব কম সংখ্যক ছেলে মেয়েরাই খেলার আগ্রহ দেখায়। এর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে বাচ্চাদের অতিরিক্ত হারে স্মার্টফোনের ব্যবহার। খুব ছোট বয়সেই বাচ্চারা আধুনিক স্মার্টফোনের সাথে বর্তমানে সাবলীলভাবে মিলেমিশে যাচ্ছে। সেই কারণেই বাইরে গিয়ে খেলাধুলো থেকে মুখ ফিরিয়েছে তারা।
advertisement
advertisement
তবে কিছুটা হলেও উল্টো চিত্র দেখা গেল নদিয়ার নবদ্বীপে। স্মার্টফোনের থেকে বিরত রাখতে এবং বাচ্চাদের মাঠ মুখে করতে অভিভাবকেরাই তাদের টেনে নিয়ে গেলেন মাঠে ময়দানে। দীর্ঘদিন ধরেই নবদ্বীপে রয়েছে একটি ফুটবল কোচিং ক্যাম্প। নবদ্বীপের কর্ম মন্দির মাঠে কোচিং ক্যাম্পের শিক্ষকেরা ফুটবলের প্রশিক্ষণ দেন সমস্ত খেলোয়াড়দের। সেইখানেই অভিভাবকেরা তাদের ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছেন ফুটবল খেলা শেখাতে। যাতে আগামী দিনে তারা দেশের জাতীয় দলগুলিতে খেলতে পারে। স্বাভাবিকভাবেই অভিভাবকদের এই উদ্যোগে খুশি সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষেরা।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 8:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্মার্ট ফোনের আসক্তি ভয়ানক হতে পারে পরিণতি! বিকল্প রাস্তা নিচ্ছেন বাবা-মা-রা