'চুরি করিনি, মা...', পাঁশকুড়ার ছাত্রকে 'কান ধরে ওঠবস'? সিভিক ভলেন্টিয়ার-সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের হল FIR

Last Updated:

Panshkura Student Death: পাঁশকুড়ার ছাত্র মৃত্যুর প্রতিবাদে চিপসের প্যাকেট হাতে থানায় বিক্ষোভ দেখানোর পর অবশেষে দায়ের হল এফআইআর। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত-সহ চারজনের নামে থানায় অভিযোগ জানালেন মৃত ছাত্রের মা সুমিত্রা দাস।

Panshkura Student Death
Panshkura Student Death
পাঁশকুড়া: পাঁশকুড়ার ছাত্র মৃত্যুর প্রতিবাদে চিপসের প্যাকেট হাতে থানায় বিক্ষোভ দেখানোর পর অবশেষে দায়ের হল এফআইআর। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত-সহ চারজনের নামে থানায় অভিযোগ জানালেন মৃত ছাত্রের মা সুমিত্রা দাস। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মৃত ছাত্রের মা।
প্রসঙ্গত, গত রবিবার পাঁশকুড়ার সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে চিপসের প্যাকেট চুরি করার অভিযোগ ও তার জেরে কার্যত অপমানিত হয়ে সুইসাইড নোট লিখে ওই ছাত্রের আত্মহত্যা ঘিরে তোলপাড় পরে গিয়েছে গোটা রাজ্যে। মর্মান্তিক এই মৃত্যু নাড়িয়ে দিয়েছে সব মহলকে। সেই ঘটনায় অভিযুক্ত সিভিক পুলিশকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে পাঁশকুড়া থানায় বিক্ষোভ রবিবার বিক্ষোভও দেখায় এলাকার বিজেপির কর্মী সমর্থকরা। সেইসঙ্গে এলাকার মহিলারা চিপসের প্যাকেট নিয়ে পাঁশকুড়া থানার সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল অবিলম্বে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করতে হবে।
advertisement
advertisement
এর আগে রবিবার সকালেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন পাঁশকুড়ায় চিপস চুরির অপবাদে মৃত ছাত্রের মা, সুমিত্রা পাত্র। মারাত্মক অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগ, “আমাদের পাশে কেউ নেই, যে সাহায্য করতে আসছে, তাকেই গ্রেফতার করছে পুলিশ। আমরা অসুস্থ হয়ে পড়েছি, দরকার পড়লে হামাগুড়ি দিয়ে থানায় যাব অভিযোগ জানাতে।” ছেলের মৃতদেহ জোরপূর্বক দাহ করেছে পুলিশ, এমন দাবিও করেন মৃত ছাত্রের মা।
advertisement
উল্লেখ্য, পাঁশকুড়ার গোসাইবেড় গ্রামের বছর বারোর স্কুল ছাত্র কৃষ্ণেন্দু দাস বেরিয়েছিল চিপস কিনতে। দোকানে গিয়ে দোকানদারকে অনেকবার ডাকাডাকি, করার পরেও সে দেখতে পায়নি তাঁকে। দোকানের বাইরেই পড়েছিল চিপসের প্যাকেট। চিপসের প্যাকেট তুলে সাইকেলে করে বাড়ির পথে রওনা দিয়েছিল সে। অভিযোগ, স্থানীয় ওই দোকানদার যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার এরপরেই ওই নাবালককে চোর অপবাদ দেয় এবং ভরা বাজারেই কান ধরে ওঠবস করায়।
advertisement
পরিবারের দাবি, চোর অপবাদ দেওয়ার পরে সেই কিশোর আত্মহত্যা করেছে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ওই ঘটনায় অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে এ বার এফআইআর দায়ের হল। রবিবার ওই ছাত্রের পরিবার পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে রুজু হয় মামলা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'চুরি করিনি, মা...', পাঁশকুড়ার ছাত্রকে 'কান ধরে ওঠবস'? সিভিক ভলেন্টিয়ার-সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের হল FIR
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement