West Bardhaman News: বৃষ্টির দোসর ব‍্যারেজের জল! আতঙ্কে রাত কেটে এলাকাবাসীর, শেষমেশ পাঞ্চেত জলাধার নিয়ে বড় সিদ্ধান্ত

Last Updated:

Flood Situation: গত দু'দিন ধরে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। রবিবার বিকেল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে এক লক্ষ কুড়ি হাজার কিউসেকের বেশি জল। রাতে আরও জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ।

+
বৃষ্টির

বৃষ্টির দোসর ব‍্যারেজের জল! আতঙ্কে রাত কেটে এলাকাবাসীর, শেষমেশ পাঞ্চেত জলাধার নিয়ে বড় সিদ্ধান্ত

পশ্চিম বর্ধমান: গত দু’দিন ধরে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। রবিবার বিকেল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে এক লক্ষ কুড়ি হাজার কিউসেকের বেশি জল। রাতে আরও জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ। যা রীতিমতো আতঙ্কিত করে তুলেছে নদী তীরবর্তী এলাকার মানুষজনকে। বহু মানুষকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যেই খানিক স্বস্তি।
রবিবার সকালেই জল ছাড়ার পরিমাণ অনেকটা কমিয়ে ছিল মাইথন জলাধার। তারপর রবিবার রাতের দিকে এক ধাক্কায় অনেকটা কমল পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া পরিমাণ। জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ঝাড়খণ্ডের তেনুঘাট ব্যারেজও।
যার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে এবার ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমবে বলে আশা করা হচ্ছে। যদিও রবিবার রাত পর্যন্ত যে পরিমাণ জল ছাড়া হয়েছে, সেই জল দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হবে তারপর ধীরে ধীরে কমবে জল ছাড়ার পরিমাণ।
advertisement
advertisement
উল্লেখ্য, গত বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির পর দামোদরের বিভিন্ন জলধারগুলি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছিল। তার মধ্যেই ভীষণ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল দুর্গাপুর ব্যারেজ। নদী তীরবর্তী এলাকাগুলি এবং নিম্ন অববাহিকার গ্রামগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টিও হয়েছে। বহু মানুষকে প্রশাসন তৎপরতার সঙ্গে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে। বহু জায়গায় জল ঢুকেছে। তেমন অবস্থায় ডিভিসির কাছে জল ছাড়ার পরিমাণ কমানোর দাবি উঠছিল।
advertisement
শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে, রবিবার পাঞ্চেত জলাধার থেকে ৬৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে জলবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ৬ হাজার কিউসেক জল। অর্থাৎ সবমিলিয়ে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মূলত, দামোদরের উচ্চ অববাহিকায় অবস্থিত ঝাড়খণ্ডের তেনুঘাট জলধার থেকে কমানো হয়েছে জল ছাড়ার পরিমাণ।
advertisement
যে কারণে পাঞ্চেত থেকেও জল ছাড়ার পরিমাণ কমেছে। উচ্চ অববাহিকা এলাকায় ভারী বৃষ্টিপাত না হলে, এই সমস্ত জলাধারগুলি থেকে আরও কমবে জল ছাড়া। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণ কমানো হবে। যা স্বস্তির খবর নদী তীরবর্তী গ্রামগুলির মানুষজনের কাছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: বৃষ্টির দোসর ব‍্যারেজের জল! আতঙ্কে রাত কেটে এলাকাবাসীর, শেষমেশ পাঞ্চেত জলাধার নিয়ে বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement