#আসানসোল: এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল রাজ্য নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই বিহার থেকে প্রায় ১৩০০ ছোট ব্যালট বক্স এল পশ্চিম বর্ধমান সদর আসানসোলে। এদিন এই সমস্ত ব্যালট বক্সগুলিকে জেলার আটটি ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নির্বাচন সূত্রে জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিন রকম রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে। গ্রাম পঞ্চায়েতের জন্য ক্রিম, পঞ্চায়েত সমিতির জন্য গোলাপি এবং জেলা পরিষদের জন্য হলুদ রঙের ব্যালট পেপার ব্যবহার হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election, West Bengal Panchayat Election 2018