তাহলে কি পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোট ?

Last Updated:

পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ ইতিমধ্যেই শাসক ও বিরোধী দলেরা নিজেদের মতো করে ছক কেটে ফেলেছে পঞ্চায়েত ভোটের ৷

#কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ ইতিমধ্যেই শাসক ও বিরোধী দলেরা নিজেদের মতো করে ছক কেটে ফেলেছে পঞ্চায়েত ভোটের ৷ বিজেপির বিরুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেসও ৷ প্রতিটি সভাতে বক্তব্য পেশ করতে গিয়ে পঞ্চায়েতের উন্নয়ণকেই গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী, প্রশাসনিক বৈঠকেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে কর্মকর্তাদের কোনও রকম অবহেলাকে প্রশ্রয় দিতে নারাজ ৷ বুধবার বীরভূমের জনসভাতেও মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল পঞ্চায়েত নির্বাচন ৷
মুখ্যমন্ত্রী জানালেন, ‘পঞ্চায়েত নির্বাচন আগামী দু’তিন মাসের মধ্যে হবে, আমাদের প্রার্থীদের আবার আপনারা কাজের সুযোগ দেবেন । এ জেলায় উন্নয়নের বন্যা চলছে ৷’
সাধারণত পঞ্চায়েত নির্বাচন হয়ে থাকে মে মাসেই ৷ ২০০৮, ২০১৩ সালেও মে মাসেই হয়েছিল পঞ্চায়েত ভোট ৷ মোটামুটি ওই সময় আবহাওয়া, বিশেষ করে বর্ষা ঢোকার কথা মাথায় রেখেই পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঠিক করা হয় ৷ তবে এবার মে মাসের ১৫ তারিখ থেকে ১৪ জুন রমজান মাস হওয়ায়, পঞ্চায়েত ভোটের তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
তাহলে কি পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোট ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement