তাহলে কি পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোট ?
Last Updated:
পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ ইতিমধ্যেই শাসক ও বিরোধী দলেরা নিজেদের মতো করে ছক কেটে ফেলেছে পঞ্চায়েত ভোটের ৷
#কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ ইতিমধ্যেই শাসক ও বিরোধী দলেরা নিজেদের মতো করে ছক কেটে ফেলেছে পঞ্চায়েত ভোটের ৷ বিজেপির বিরুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেসও ৷ প্রতিটি সভাতে বক্তব্য পেশ করতে গিয়ে পঞ্চায়েতের উন্নয়ণকেই গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী, প্রশাসনিক বৈঠকেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে কর্মকর্তাদের কোনও রকম অবহেলাকে প্রশ্রয় দিতে নারাজ ৷ বুধবার বীরভূমের জনসভাতেও মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল পঞ্চায়েত নির্বাচন ৷
মুখ্যমন্ত্রী জানালেন, ‘পঞ্চায়েত নির্বাচন আগামী দু’তিন মাসের মধ্যে হবে, আমাদের প্রার্থীদের আবার আপনারা কাজের সুযোগ দেবেন । এ জেলায় উন্নয়নের বন্যা চলছে ৷’
সাধারণত পঞ্চায়েত নির্বাচন হয়ে থাকে মে মাসেই ৷ ২০০৮, ২০১৩ সালেও মে মাসেই হয়েছিল পঞ্চায়েত ভোট ৷ মোটামুটি ওই সময় আবহাওয়া, বিশেষ করে বর্ষা ঢোকার কথা মাথায় রেখেই পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঠিক করা হয় ৷ তবে এবার মে মাসের ১৫ তারিখ থেকে ১৪ জুন রমজান মাস হওয়ায়, পঞ্চায়েত ভোটের তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2018 5:13 PM IST