Panchayat Election Results: ফের ঝরে গেল প্রাণ, ভোররাতে ‘এই’ জেলা থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ

Last Updated:

Panchayat Election Results: অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

৩৫ বছরের বিপ্লব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন বিধায়ক অলোক জলদাতা
৩৫ বছরের বিপ্লব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন বিধায়ক অলোক জলদাতা
দক্ষিণ ২৪ পরগণা: পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর আবারও খুন। আজ ভোর রাতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির চাঁদপাশার মাঠ থেকে উদ্ধার তৃণমূল কর্মী বিপ্লব হালদারের দেহ।
৩৫ বছরের বিপ্লব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন বিধায়ক অলোক জলদাতা। বিপ্লবের বুথে বিজেপি জয়লাভ করে। তারপর থেকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
advertisement
advertisement
এদিকে এছাড়াও পঞ্চায়েত ভোটের গণনার রাতেও উত্তপ্ত ভাঙড়। পুলিশ-আইএসএফের বোমাযুদ্ধে প্রাণ হারালেন দুই আইএসএফ কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিস সুপার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গড় দু-নম্বর ব্লকের দুটি জেলা পরিষদের আসনের ফলাফল ঘোষণা এখনও বাকি আছে। আর এরই মধ্যে শুরু আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশের বোমার লড়াই।
advertisement
পুলিশের দাবি তাঁদের লক্ষ্য করে বোমা ফেলছে আইএসএফ কর্মীরা। পুলিশ ও টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে। তার পাশাপাশি রাবার বুলেট ফায়ার করছে পুলিশ। খণ্ডযুদ্ধের কারণে DCRC সেন্টারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।
Nawab Mallik
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election Results: ফের ঝরে গেল প্রাণ, ভোররাতে ‘এই’ জেলা থেকে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement