মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাঁকুড়ায় বিজেপির নেতার উপর হামলা, গাড়ি ভাঙচুর
Last Updated:
মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাঁকুড়ায় বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা
#বাঁকুড়া: মনোনয়ন ঘিরে উত্তেজনা অব্যাহত ৷ শুক্রবার বাঁকুড়ায় বিজেপির উপর ফের হামলার অভিযোগ ৷ বিজেপি জেলা সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর করে একদল দুষ্কৃতি ৷ গাড়ি থেকে বের করে এনে মারধরেরও অভিযোগ উঠেছে ৷
পুলিশ সূত্রে খবর, এদিন বাঁকুড়া মহকুমাশাসকের অফিসের সামনের রাস্তায় রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলা চালানো হয় ৷ গাড়িতে চলে ভাঙচুর ৷ সেসময় গাড়িতে ছিলেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডলও ৷ তাঁকে নামিয়ে এনে মারধর করা হয় বলে অভিযোগ ৷ দুষ্কৃতিরা হেলমেট পরে থাকায় তাদের পরিচয় চিহ্নিত করা যায়নি ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন বাঁকুড়ার পুলিশ সুপার ৷ এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ৷
advertisement
মনোনয়ন ঘিরে যুদ্ধের বাতাবরণ। পঞ্চায়েতের মনোনয়ন পেশের পঞ্চম দিনেও ছবিটা একইরকম। রাজ্যের বিভিন্ন জেলায় মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তি। পিস্তল ও বোমা হাতে প্রকাশ্যে দুষ্কৃতীদের দাপাদাপি। বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2018 1:09 PM IST