Bengal Panchayat Election 2023: ভোটের আগেই উত্তপ্ত সবং! 'নির্দল প্রার্থীর' স্বামীকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ, রাতের অন্ধকারে ভয়াবহ কাণ্ড

Last Updated:

West Bengal Panchayat Election 2023: মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ 'নির্দল প্রার্থীর' স্বামীকে! ভোটের একদিন আগে ফের উত্তপ্ত হয়ে উঠল সবং। এবার বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধর করে পা-হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ভোটের মুখে উত্তপ্ত সবং
ভোটের মুখে উত্তপ্ত সবং
সবং: ভোটের একদিন আগে ফের উত্তপ্ত হয়ে উঠল সবং। এবার বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধর করে পা-হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১২ নং বুড়াল অঞ্চলের কেরুর এলাকায়।
বুড়াল উত্তর বুথের বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সোনালি সিং ঘোড়াইয়ের অভিযোগ, গতকাল রাতে কোলাঘাট থেকে স্বামী অরুণ ঘোড়াই গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে কেরুর এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি তপন হাজরার নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হাতে লাঠি, রড, নিয়ে সোনালি সিং ঘোড়াইয়ের স্বামীর পথ আটকায় তারপর তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সবং থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে এলাকা থমথম রয়েছে, এই ঘটনায় সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। অন্যদিকে অঞ্চল সভাপতি তপন হাজরা বলেন,আমাদের কোনও সমর্থক মেরেছে বলে আমার জানা নেই। এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে বলেই তিনি জানিয়েছেন।
advertisement
রঞ্জন চন্দ, সবং
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Panchayat Election 2023: ভোটের আগেই উত্তপ্ত সবং! 'নির্দল প্রার্থীর' স্বামীকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ, রাতের অন্ধকারে ভয়াবহ কাণ্ড
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement