Panchayat Election 2023: যে কোনও মুহূর্তে হামলার ভয়, মোদি সরকারের কাছে নিরাপত্তা চান নওশাদ! গেলেন হাইকোর্টে

Last Updated:

Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের করতে চলেছেন নওশাদ সিদ্দিকি

হাইকোর্টে নওশাদ
হাইকোর্টে নওশাদ
কলকাতা: পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল ভাঙড়। এবার এই এলাকার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলা দায়ের করতে চলেছেন নওশাদ সিদ্দিকি।
অন্যদিকে, তৃণমূল নেতা শওকত মোল্লাকে রাজ্য সরকার নিরাপত্তা দিতে চলেছে। এ বিষয়ে নওশাদ সিদ্দিকি বলেন, “আমার উপরে হামলা হতে পারে। তাই নিরাপত্তা চেয়েছি। আগেও হয়েছে। সওকাত মোল্লাকে সিএম বলেছিলেন বোম বাধিস। তারপরেও নিরাপত্তা।” প্রসঙ্গত, ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত ১৪ তারিখ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন নওশাদ সিদ্দিকি। নবান্নে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তাঁকে৷ নবান্নের প্রতীক্ষা করেন তিনি বেশ কিছুক্ষণ।
advertisement
advertisement
প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার মাঝেই তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, ভাঙড়ে চলতি অশান্তি নিয়েই তিনি অভিযোগ জানাতে তিনি এসেছেন৷ শোনা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি।
advertisement
নওশাদ বলেন, ‘বিরোধী থেকে শুরু করে রাজ্যের প্রতিটি মানুষ অত্যাচারিত। আমি রাজ্যের অভিভাবককে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এসেছি। আজকেও ভাঙড় ১ ব্লকে ব্লক অফিস ঘিরে রাখা হয়েছে। আমরা বিরোধীরা মনোনয়ন দিতে পারছি না। আমি সেই কারণেই এই অভিযোগ জানাতে এসেছিলাম। কিন্তু তিনি বোধহয় ব্যস্ত, তাই সময় দিতে পারেননি।’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: যে কোনও মুহূর্তে হামলার ভয়, মোদি সরকারের কাছে নিরাপত্তা চান নওশাদ! গেলেন হাইকোর্টে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement