Panchayat Election 2023: ভোটের ৬ ঘণ্টা পর... বাস থেকে নামলেন ওঁরা কারা...? হুগলিতে দেখে হা সবাই!

Last Updated:

Panchayat Election 2023: ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে প্রায় ছয় ঘণ্টা অতিক্রম হয়ে গেল। এখন এসে পৌঁছাচ্ছে আধা সামরিক বাহিনী।

 আধা সামরিক বাহিনী
আধা সামরিক বাহিনী
আরামবাগ: ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে প্রায় ছয় ঘণ্টা অতিক্রম হয়ে গেল। এখন এসে পৌঁছাচ্ছে আধা সামরিক বাহিনী। ভোটের দিন সকাল ১০ টায় ১২ কোম্পানি আরপিএফ আসে ডানকুনি স্টেশনে। সেখান থেকে দুপুর ১২ টার পরে তারা নিজস্ব সরঞ্জাম গুছিয়ে রওনা দেন ভোটগ্রহণ কেন্দ্রের দিকে। দুপুর একটা পেরিয়ে গেলে হুগলির জিরাটে গিয়ে পৌঁছায় এক কোম্পানি বাহিনী।
বাহিনীদের দৌড়নো ছবি ধরা পড়েছে ভিডিওতে। ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার এত পরে বাহিনী পৌঁছনো নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বোমা মেরে বুথ দখলের চেষ্টা! অনুব্রতহীন বীরভূমে দাপিয়ে বেড়াচ্ছে নির্দল।
advertisement
advertisement
পঞ্চায়েত ভোট ঘিরে তুলকালাম বাংলায়। একের পর এক চমকে দেওয়া ছবি দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। কোথাও দেদার চলছে ছাপ্পা ভোট তো কোথায় রক্তাক্ত বুথ চত্বর। ইতিমধ্যেই গোটা বাংলায় আজ ভোটের বলি ১৩। এরইমধ্যে আরামবাগের ধামসায় এক অন্য ছবি দেখা গেল। ব্যালট বাক্স হাতে দৌড়োলেন একদল মানুষ। পুকুরে ফেলা হল সেই ব্যালট বাক্স। আক্রান্ত হন প্রিসাইডিং অফিসার।
advertisement
আরামবাগের এই বুথে দরজা ভেঙে ব্যালট বাক্স লুট করার অভিযোগ একাংশের বিরুদ্ধে। লুট করে ব্যালট বাক্স ফেলা হল পুকুরে। জল থেকে উদ্ধার দুটি ব্যালট বক্স। পুলিশ গিয়ে দুটি বক্স উদ্ধার করে পুনরায় ভোট কেন্দ্রে নিয়ে যায়। আরামবাগের ধামসা এলাকায় ছাপ্পা দেওয়ার অভিযোগে ব্যালট বাক্স জলে ফেলে দেয় বিজেপি সমর্থকরা। বিজেপির অভিযোগ ১৪১ নং বুথে ঢুকে তৃণমূল কর্মী সমর্থকরা ছাপ্পা দেয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূল ও বিজেপি সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: ভোটের ৬ ঘণ্টা পর... বাস থেকে নামলেন ওঁরা কারা...? হুগলিতে দেখে হা সবাই!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement