Panchayat Election 2023 | Abhishek Banerjee: অভিষেকের যেমন কথা-তেমন কাজ! কেশপুরের ২ কেন্দ্রে প্রার্থী ঘোষণায় বিরাট চমক তৃণমূলের
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Panchayat Election 2023 | Abhishek Banerjee: সৎ প্রার্থী তুলে আনার চ্যালেঞ্জ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কেশপুরে প্রার্থী ঘোষণা করে চমকে দিল শাসকদল।
কেশপুর: দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই অবস্থায় সৎ প্রার্থী তুলে আনার চ্যালেঞ্জ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। চলতি বছরের ৪ ফ্রেব্রুয়ারি কেশপুরে সভা করতে গিয়ে কেমন হবে পঞ্চায়েত প্রার্থী তার উদাহরণ তুলে ধরেছিলেন অভিষেক। মঞ্চে ডেকে নিয়েছিলেন মঞ্জু দলবেরা ও শেখ হসিরুদ্দিনকে৷ এবার তাঁদেরকেই প্রার্থী করে চমকে দিল তৃণমূল কংগ্রেস।
শেখ হসিরুদ্দিন ও মঞ্জু দলবেরা দু’জনকে পঞ্চায়েতে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। তাঁদের বাড়ির ছবি, আবাসে টাকা না নেওয়ার কথা তুলে ধরে কেশপুরের মঞ্চ থেকে অভিষেক বলেছিলেন, প্রার্থী কেমন হবে। কেশপুরে সভা করতে গিয়ে অভিষেক বলেছিলেন যা যা, তা মাথায় রেকেই এবার সেই দু’জনকে কেশপুরের কলাগ্রাম ও গোলারে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
আরও পড়ুন: সময়টা খারাপ যাচ্ছে? সম্প্রতি কোনও উপহার পেয়েছেন? জানুন কোনগুলি কাউকে দিতেও নেই, নিতেও নেই!
মঞ্জু তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলেন। তাঁর স্বামী ১০ বছর ধরে বুথ সভাপতি। অভিজিতের মায়ের নাম উঠেছিল আবাস যোজনায়। কিন্তু পঞ্চায়েত প্রধান মঞ্জু গিয়ে নিজেই তা বাতিল করে দিয়েছিলেন। অর্থাৎ, শাশুড়ির নাম উঠেছিল। বাতিল করে দিয়েছিলেন পঞ্চায়েত প্রধান বৌমা। অভিষেক কেশপুরে হাসিমুদ্দিনের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। অভিষেক তাঁর কাঁধে হাত রেখে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি মঞ্চ থেকে বলেছিলেন, ‘এই ভদ্রলোককে দেখে চোর মনে হয়? দুর্নীতিগ্রস্থ মনে হয়? এই ভদ্রলোক তৃণমূল করেন না। আবাস যোজনার তালিকায় তাঁর নাম এসেছিল। কিন্তু নিজে গিয়ে বলেছেন, আমার দরকার নেই।’
advertisement


আরও পড়ুন: রাজ্য পুলিশের জন্য বিরাট নির্দেশ! সব ছুটি বাতিল, বড় চ্য়ালেঞ্জের মুখোমুখি উর্দিধারীরা
এই দুজনকেই এবার পঞ্চায়েতে প্রার্থী করে চমকে দিল তৃণমূল কংগ্রেস। শেখ হসিরুদ্দিন কেশপুরের কলাগ্রামের বাসিন্দা৷ তাঁকে কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর আসনে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, মঞ্জু দলবেরা কেশপুরের গলারের বাসিন্দা। তিনিও গলারের দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হলেন।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2023 2:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023 | Abhishek Banerjee: অভিষেকের যেমন কথা-তেমন কাজ! কেশপুরের ২ কেন্দ্রে প্রার্থী ঘোষণায় বিরাট চমক তৃণমূলের