দৌড়ে পালাতে গিয়েও শেষ রক্ষা হল না, ডাকাতির আগেই ধৃত পাঁচ

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশিপাড়া থানার পুলিশ। তারা এলাকাটি ঘিরে ফেলে। এরপর দুষ্কৃতিদের দিকে এগোতে থাকে। পুলিশ ঘিরে ফেলেছে টের পেয়েই ওই দুষ্কৃতিরা পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি

পলাশিপাড়া থানা
পলাশিপাড়া থানা
নদিয়া, সমীর রুদ্র: ফের ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। পলাশিপাড়ায় ডাকাতির চেষ্টা রুখে দিয়ে পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। গত দু’দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক আগাম ডাকাতির ঘটনা বানচাল করে দিয়েছে পুলিশ। সেই তালিকায় আরও একটি নাম যোগ হল।
পলাশিপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পলাশিপাড়া থানার পোতারপাড়া মাঠে এলাকার নির্জন জায়গায় জড়ো হয়েছিল একদল দুষ্কৃতি। তারা আগেভাগেই ডাকাতির ছক কষে রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশিপাড়া থানার পুলিশ। তারা এলাকাটি ঘিরে ফেলে। এরপর দুষ্কৃতিদের দিকে এগোতে থাকে। পুলিশ ঘিরে ফেলেছে টের পেয়েই ওই দুষ্কৃতিরা পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পলাশিপাড়া থানার পুলিশকর্মীরা প্রাণপণে ওই দুষ্কৃতিদের পিছু ধাওয়া করে। আর তাতেই মেলে সাফল্য। পাঁচ দুষ্কৃতিকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। তাদের তল্লাশি করে আটটি মোবাইল, হাঁসুয়া, ভোজালি ও তালা ভাঙার জন্য বিশেষভাবে তৈরি লোহার রড উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
পলাশিপাড়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত ঘোষ জানিয়েছেন, ধৃতেরা আগাম প্রস্তুতি নিয়ে ডাকাতির উদ্দেশ্যেই ওখানে জড়ো হয়েছিল। ধৃত পাঁচ দুষ্কৃতি হল- কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা সৌরভ রায় ও বরুণদেব মল্লিক এবং মুর্শিদাবাদের বাসিন্দা কোচি শেখ, নাসির শেখ ও তাজিবুর শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় ধৃতরা স্বীকার করেছে যে তারা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের শনিবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দৌড়ে পালাতে গিয়েও শেষ রক্ষা হল না, ডাকাতির আগেই ধৃত পাঁচ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement