Purulia News :‘পদ্মশ্রী’ দুখু মাঝির এ কী অবস্থা! গাছের জন‍্য প্রাণপাত, এখন ভাঙা ঘরে বাস

Last Updated:

রয়েছে আবাস যোজনার বাড়ি। তবুও টালির ও ত্রিপলের ছাওনিই ঠিকানা দুখুর। কেন এ-অবস্থা তাঁর!

+
ভাঙা

ভাঙা ঘরে বসবাস দুখু মাঝির

পুরুলিয়া : পদ্মশ্রী ‘দুখু মাঝি’। পুরুলিয়া জেলার গর্ব এই দুখু মাঝি তথা গাছদাদু বা বৃক্ষমানব। শুধু জেলা পুরুলিয়া নয় গোটা বঙ্গবাসীর গর্ব তিনি। তার কৃতিত্ব সর্বত্র ছড়িয়ে রয়েছে। আছে সম্মান, আছে পুরস্কার, তবুও তার ঠিকানা এক চিলতে ভাঙা ঘর।
আবাস যোজনার ঘর থাকা সত্ত্বেও তার ঠিকানা টালি ও ত্রিপলের ছাউনি দেওয়া এক চিলতে ভাঙ্গা ঘর। বর্ষার দিনে অথবা দূর্যোগের মধ্যে যে কোনও সময় ভেঙে পড়তে পারে তার এই ভাঙা ঘর। কেন এভাবে দিনযাপন করছেন গাছ-দাদু? কেনই বা আবাসের ঘর থাকা সত্ত্বেও ভাঙা ঘরেই তার ঠিকানা?
advertisement
advertisement
২০১৭-১৮ অর্থবর্ষে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন তিনি। তবে তার পরিবারে রয়েছে প্রায় ১০ থেকে ১২ জন সদস্য। এক সঙ্গে আবাস যোজনার বাড়িতে এতজন সদস্য থাকা সম্ভব নয়। তাই দুখু মাঝির আবাসের বাড়িতে ‌থাকে তার বড় ছেলে নির্মল মাঝি। তিনি তার পরিবার নিয়ে ওই বাড়িতেই বসবাস করেন। ‌
ছেলের সঙ্গে সম্পর্ক ভাল থাকলেও আবাসের পাকা বাড়িতে বসবাস করেন না দুখু। এ বিষয়ে পদ্মশ্রী দুখু মাঝি বলেন, সরকারের পক্ষ থেকে তিনি আবাসের বাড়ি পেয়েছেন। কিন্তু তার পরিবার বড় হওয়ার কারণে সেই বাড়িতে তিনি থাকেন না।
advertisement
পরিবারের অন্যান্য সদস্য অর্থাৎ তার ছেলে , বৌমা , নাতি, নাতনিরা ওই বাড়িতে থাকেন। তার আবেদন তার পরিবারের অন্য সদস্যের নামে যদি আরও একটা বাড়ির ব্যবস্থা তাকে করে দেওয়া হয় তাহলে জীবনের শেষের সময় টুকু সে পাকা বাড়িতে বসবাস করতে পারবেন তিনি। বাঘমুন্ডির সিন্দরি গ্রামের বাসিন্দা দুখু।‌ ছোটবেলায় তাকে এক পুলিশকর্তা তাকে বলেছিলেন পরিবেশ সচেতনতার কথা। সেই থেকেই তার মনে গাছের প্রতি প্রেম।
advertisement
পরিবেশ বাঁচাতে তিনি কয়েক হাজার গাছ লাগিয়েছেন গোটা অযোধ্যা পাহাড় জুড়ে। এই গাছ লাগানোর জন্যই তার ঝুলিতে এসেছে একের পর এক সম্মান। গাছ লাগানোই যেন দুখু মাঝির নেশা ও পেশা। ‌ তবুও তার ঠিকানা এক চিলতে ভাঙা ঘর। ‌অল্প বৃষ্টিতে এই ভাঙা ঘরে ঢুকে পড়ে জল। কোনওরকমে কষ্ট করে দিন যাপন করছেন তিনি। ‌ তার আবেদন কবে বিবেচনা করে দেখবে প্রশাসন সেই দিনের অপেক্ষায় দুখু মাঝি। ‌
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News :‘পদ্মশ্রী’ দুখু মাঝির এ কী অবস্থা! গাছের জন‍্য প্রাণপাত, এখন ভাঙা ঘরে বাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement