Padma Awards 2024: আশৈশব বৃক্ষরোপণই নেশা! অযোধ্যা পাহাড়তলির প্রত্যন্ত গ্রামের গাছদাদু দুখু মাঝির শ্রীহীন ঘরে এল পদ্ম পুরস্কার

Last Updated:

Padma Awards 2024: অবশেষে যথাযোগ্য মর্যাদা পেলেন 'গাছ দাদু' , একচালা ভাঙা ঘরেই এল পদ্মশ্রী!

+
দুখু

দুখু মাঝি পদ্মশ্রী

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : পদ্মশ্রী পুরস্কার পেয়ে আনন্দে আপ্লুত দুখু মাঝি। তিনি যে কখনও এত বড় সম্মান পেতে পারেন তা তিনি কল্পনাও করেননি। তিনি চান তাঁর মৃত্যুর পরও যেন মানুষ আরও বেশি গাছ লাগায়।দুখু মাঝির এই সফল্যে খুশি তাঁর স্ত্রী ফুনকি মাঝি। দুখু মাঝির সমস্ত কাজে  সক্রিয় থাকেন তিনিও। সাহায্য করেন গাছ লাগানোর কাজেও। স্বামীর এই সাফল্যে গর্বিত তাঁর স্ত্রী।
দুখু মাঝিকে দেখে গাছ লাগানোর অনুপ্রেরণা পান তার এলাকার মানুষও। দুখু মাঝির এই পদ্মশ্রী পাওয়ায় গর্বিত এলাকার বাসিন্দারা। তাঁরাও যেন আবেগ ধরে রাখতে পারছেন না দুখু মাঝির এই সাফল্যে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়তলির সিন্দরি গ্রামের বাসিন্দা দুখু মাঝি। মাত্র ১২ বছর বয়স থেকে গ্রামে , গ্রামে বৃক্ষরোপণ শুরু করেন তিনি। বর্তমানে তার বয়স প্রায় ৭৮ বছর। গোটা জীবন ধরে তিনি বৃক্ষরোপণের কাজ করেছেন।
advertisement
আরও পড়ুন : ফুচকার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে Mahindra Thar! বিটেক পাশ করেও স্বেচ্ছায় ফুচকা বিক্রির সিদ্ধান্ত এই তরুণীর
এই বয়সেও তাঁর কাজ থামেনি। কিন্তু তিনি এই কাজ করে যাচ্ছেন একেবারে নিঃশব্দে। এতগুলো বছরে কয়েক হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন। শুধু বৃক্ষরোপণই নয় , নিজের হাতে সেই গাছের পরিচর্যাও করেন তিনি। পুরুলিয়া জেলার মানুষদের কাছে তাই তিনি ‘গাছ দাদু’ নামে পরিচিত। এই বয়সেও বৃক্ষরোপণই যেন তাঁর নেশা।
advertisement
advertisement
তাঁর এই কর্মকাণ্ডের জন্য একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি। পুরুলিয়া জেলা প্রশাসন এ বার তাঁকে জেলার ইলেকশন আইকন করেছেন। সব সময়ই মানুষকে আরও বেশি করে গাছ লাগানোর বার্তা দেন দুখু মাঝি। পদ্মশ্রী পুরস্কার পেয়ে জেলার নাম স্বর্ণাক্ষরে লিখলেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের দুখু মাঝি। তাঁর এই সাফল্যে খুশি গোটা জেলার মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Padma Awards 2024: আশৈশব বৃক্ষরোপণই নেশা! অযোধ্যা পাহাড়তলির প্রত্যন্ত গ্রামের গাছদাদু দুখু মাঝির শ্রীহীন ঘরে এল পদ্ম পুরস্কার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement