Viral BTech Pani Puri Wali: ফুচকার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে Mahindra Thar! বিটেক পাশ করেও স্বেচ্ছায় ফুচকা বিক্রির সিদ্ধান্ত এই তরুণীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral BTech Pani Puri Wali: ২১ বছর বয়সি এই তরুণী এখন ভাইরাল ‘বিটেক পানিপুরিওয়ালি’ নামে
সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ভাইরাল গল্প উঠে আসে। কোনওটা অনুপ্রেরণার ভাণ্ডার। আবার কোনওটা নিছকই বিনোদন। সেরকমই একটি খবর তৈরি হয়েছে তাপসী উপাধ্যায়কে ঘিরে। ২১ বছর বয়সি এই তরুণী এখন ভাইরাল ‘বিটেক পানিপুরিওয়ালি’ নামে।
কিছু বছর আগে নামী প্রতিষ্ঠান থেকে বিটেক সম্পূর্ণ করেন তাপসী। তার পর চাকরির চেষ্টা না করে ব্যবসা শুরু করেন। দেশের একাধিক শহরে এখন তাঁর স্টল। ব্যবসা আরও বাড়িয়ে তুলতে তিনি এ বার নতুন পদক্ষেপ করেছেন। ‘মাহিন্দ্রা থর’ কিনে জুড়ে দিয়েছেন পানিপুরির ঠেলাগাড়ির সঙ্গে। ফলে এক আজব গাড়ির চেহারা পেয়েছে সেটি। নিমেষে ভাইরাল হয়েছে তাঁর কীর্তি। তরুণী নজরে পড়েছেন মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার।
advertisement
What are off-road vehicles meant to do?
Help people go places they haven’t been able to before..
Help people explore the impossible..
And in particular we want OUR cars to help people Rise & live their dreams..
Now you know why I love this video…. pic.twitter.com/s96PU543jT
— anand mahindra (@anandmahindra) January 23, 2024
advertisement
advertisement
তাপসীর অভিনব ব্যবসায়িক বুদ্ধির তারিফ করেছেন আনন্দ মাহিন্দ্রা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাপসী তাঁর ফুচকার গাড়ি নিয়ে যাচ্ছেন। উদ্যোগী তরুণীর স্বপ্নপূরণে তাঁর সংস্থার গাড়ি শামিল হতে পেরেছে দেখে আনন্দ মাহিন্দ্রা খুশি এবং গর্বিত।
advertisement
অন্যদিকে তাপসী জানিযেছেন তাঁর এহেন সিদ্ধান্তের জন্য তিনি তীব্র সমালোচিত হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই নিন্দার ক্ষত উপশম করেছে আনন্দ মাহিন্দ্রার প্রশংসা। মত তাপসীর। তাঁর কথায়, ‘‘আমি আমার যাত্রা শুরু করেছিলাম স্কুটারে। পরে একটি বাইক কিনি। তার পর গত বছর একটি থর মাহিন্দ্রা কিনি আর্থিক কিস্তি দিয়ে। সঙ্গে ছিল জমানো পুঁজি। কিন্তু তারপরই ধেয়ে আসে আক্রমণাত্মক মন্তব্য। অনলাইনে ঘৃণার পাত্রী হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি।’’
advertisement
আরও পড়ুন : সাইনাসের যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে? কোন খাবারে ব্যথা কমে আরাম পাবেন জানুন
আপাতত তাপসী ভাইরাল। জানিয়েছেন তাঁর সুজি ও আটার তৈরি ফুচকা তেলে ভাজা নয়। বরং এয়ার ফ্রায়েড। তাঁর দাবি, এতে কোনও অ্যারারুট নেই। টকজলও তিনি তৈরি করেন মিনারেল ওয়াটার থেকে। লাল লঙ্কার গুঁড়ো একদমই দেন না। মিষ্টি জল বানাতে চিনির বদলে দেন গুড়। তাঁর আশা, এই পরিশ্রমের ফসল একদিন তিনি ঘরে তুলবেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2024 4:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral BTech Pani Puri Wali: ফুচকার গাড়ি টেনে নিয়ে যাচ্ছে Mahindra Thar! বিটেক পাশ করেও স্বেচ্ছায় ফুচকা বিক্রির সিদ্ধান্ত এই তরুণীর