Operation Theater: বজবজের গ্রামীণ হাসপাতালে অপারেশন থিয়েটার, গর্ভবতীদের মুখে হাসি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Operation Theater: প্রায় ৬ কোটি ৩৮ হাজার টাকার মত খরচ করে এই অপারেশন থিয়েটার তৈরি করা হচ্ছে। তৈরি করা হয়েছে সিইএমওসি সেন্টার
দক্ষিণ ২৪ পরগনা: বজবজের মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে চালু হতে চলেছে অপারেশন থিয়েটার। এই খবরে খুশি স্থানীয়রা। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই কাজ হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। এর ফলে উপকৃত হবেন স্থানীয় এলাকার গর্ভবতী মায়েরা।
আরও পড়ুনঃ পুরনো শ্যাওলা ধরা ইট দিয়ে রাস্তা সংস্কার! প্রতিবাদে বাঁশ বেঁধে পথ অবরোধ
বজবজের এক বিস্তীর্ণ এলাকার গর্ভবতীদের সন্তান জন্ম দেওয়ার সময় সিজার করার ক্ষেত্রে আগে অসুবিধা হত। গুরুতর অসুস্থ অবস্থায় আগে মুচিশার এই হাসপাতাল থেকে বিদ্যাসাগর হাসপাতাল অথবা বাঙ্গুর হাসপাতালে নিয়ে যেতে হত গর্ভবতীদের। ফলে অনেকেই অসুবিধার মধ্যে পড়তেন। এই পরিস্থিতিতে প্রায় ৬ কোটি ৩৮ হাজার টাকার মত খরচ করে এই অপারেশন থিয়েটার তৈরি করা হচ্ছে। তৈরি করা হয়েছে সিইএমওসি সেন্টার।
advertisement
প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বজবজ-২ ব্লকের অনেক মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যে এই কাজের সূচনা হয়েছে। কাজের গতি খতিয়ে দেখেছেন প্রশাসনিক কর্তারা। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে এই অপারেশন থিয়েটার চালু হয়ে যাবে। জোরকদমে কাজ চলছে। দ্রুত এর সুবিধা পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন স্থানীয়রা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2024 3:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Operation Theater: বজবজের গ্রামীণ হাসপাতালে অপারেশন থিয়েটার, গর্ভবতীদের মুখে হাসি
