Open Library : শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকরাও এবার বই পড়বেন সরকারি স্কুলে! কোথায় পাওয়া যাবে এই সুযোগ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Open Library : সরকারি বিদ্যালয়ে উন্মুক্ত পাঠাগার, পথ দেখাচ্ছে সরস্বতীপাড়া এফপি স্কুল। এই উন্মুক্ত পাঠাগার থেকে স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও তাদের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বই পড়ার সুযোগ পাবেন।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সরকারি বিদ্যালয়ে উন্মুক্ত পাঠাগার, পথ দেখাচ্ছে সরস্বতীপাড়া এফপি স্কুল। এই উন্মুক্ত পাঠাগার থেকে স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও তাদের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বই পড়ার সুযোগ পাবেন। সরকারিভাবে বিদ্যালয়গুলির লাইব্রেরির জন্য কিছু বই (NBT) পাওয়া গেলেও তার সংখ্যা সীমিত। সেই লাইব্রেরিতে ছোটরা গল্পের বই পড়বে, বিচরণ করবে কল্পলোকের জগতে, এমন দৃশ্য যেন বারবার ফিরে আসে। আর এই ভাবনা থেকেই উদ্বোধন করা হয়েছে উন্মুক্ত পাঠাগারের।
সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বোধিপীঠ পাঠাগারের সূচনায় উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক স্নেহজিৎ দে সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্তকুমার ঘোষ এমন জিনিস করতে দীর্ঘদিন প্রয়াস চালিয়েছেন। তাই এই কাজ সম্ভব করতে পেরেছেন তিনি। তিনি দ্বারে দ্বারে ঘুরেছেন, কেউ মুখ ফিরিয়ে নেননি। বরং উজাড় করে দিয়েছেন সবাই।
আরও পড়ুন : ঢুকেই হাঁ হয়ে গেল পুলিশ, বিজেপি কর্মীর দোকান থেকে উদ্ধার বহুমূল্যের সরকারি সম্পত্তি! কীভাবে এল?
কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে মথুরাপুর দক্ষিণ চক্রের সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্তকুমার ঘোষের নিরলস প্রচেষ্টায় আলোকিত হয়ে উঠেছে ছোট্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান। পাঠাগার ছাড়াও স্কুলে খোলা হয়েছে বড় আকারের স্মার্ট ক্লাসরুম। যার ফলে খুশি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শ্রীমন্ত কুমার ঘোষ জানিয়েছেন, এই পাঠাগার সবার জন্য খোলা থাকবে। ফলে এখান থেকে উপকার পাবেন সকলে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানে বিভিন্ন ধরণের বই থাকবে। গল্পের বই থেকে বিজ্ঞান লেখনী সহ আরও অনেক কিছু উপলব্ধ থাকবে এখানে। যা ছাত্র-ছাত্রীদের আরও বেশি করে পঠন পাঠনে উৎসাহ দেবে। ফলে পদক্ষেপের ফলে খুশি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 3:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Open Library : শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকরাও এবার বই পড়বেন সরকারি স্কুলে! কোথায় পাওয়া যাবে এই সুযোগ