Home /News /south-bengal /
মিড ডে মিলে শুধুই ভাত ! খাবারের বিলের টাকা আসতে দেরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিকেয় রান্না

মিড ডে মিলে শুধুই ভাত ! খাবারের বিলের টাকা আসতে দেরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিকেয় রান্না

representative image

representative image

গত মাসের বেতন ঢোকেনি। আসেনি ডিম, তরকারি কেনার টাকাও। তাই প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে অঙ্গনওয়ারি কর্মীদের অদ্ভুত প্রতিবাদ! মিড ডে মিলে শিশুদের পাতে পড়ল শুধুই ফ্যান ভাত।

  • Share this:

    #সিউড়ি: গত মাসের বেতন ঢোকেনি। আসেনি ডিম, তরকারি কেনার টাকাও। তাই প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে অঙ্গনওয়ারি কর্মীদের অদ্ভুত প্রতিবাদ! মিড ডে মিলে শিশুদের পাতে পড়ল শুধুই ফ্যান ভাত। সিউড়ির এক নম্বর ব্লকের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বেতন, বিলের টাকা না মিটলে সাদা ভাতই রান্না হবে। হুঁশিয়ারি অঙ্গনওয়ারি কর্মীদের। পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের। মিড ডে মিলে রান্না হচ্ছে শুধু ফ্যান ভাত। বীরভূমের সিউড়ি ১ নং ব্লকের সব অঙ্গনওয়ারি কেন্দ্রে ছবিটা একই। কিন্তু শিশুদের প্রতি কেন এমন বঞ্চনা? অঙ্গনওয়ারি কর্মীদের অভিযোগ, গত মাসের ডিম, তরকারির বিলের টাকা বকেয়া। পায়নি বেতনও। প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি। তাই এমন প্রতিবাদ। সিউড়ি ১ নং ব্লকে ২০৫টি অঙ্গনওয়ারি কেন্দ্র। সব জাগাতেই শুক্রবার একই ছবি। এদিন রারুই পাড়ায় অঙ্গনওয়ারি কেন্দ্রে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। ঘটনাস্থলে যান সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক। ফুঁসছেন এলাকাবাসী। ক্ষুব্ধ আধিকারিকরাও। কিন্তু, তার পরও নিজেদের অবস্থানেই অনড় অঙ্গনওয়ারি কর্মীরা। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। প্রতিবাদে অঙ্গনওয়ারি কর্মীরা। মাঝে পড়ে বঞ্চিত শিশুরা।

    First published:

    Tags: Anganwadi, Midday Meal, Suri

    পরবর্তী খবর