রাস্তায় ছড়িয়ে র*ক্ত! ডেলিভারি করতে গিয়ে বেপরোয়া গাড়ি ধাক্কা মারল স্কুটিতে! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
আবারও শহরে বেপরোয়া গাড়ির ধাক্কা ডেলিভারি বয়কে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শহরে ফের বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায় গুরুতর আহত হলেন এক অনলাইন ফুড ডেলিভারি বয়। উত্তর বিধান নগর থানার পুলিশ ঘাতক গাড়ি এবং চালককে ইতিমধ্যেই আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। জানা গিয়েছে, সিটি সেন্টার ওয়ান আইল্যান্ড থেকে রামকৃষ্ণ আইল্যান্ডের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। অভিযোগ, গাড়িটি ছিল অত্যন্ত বেপরোয়া গতিতে। সামনে ছিলেন অনলাইন ফুড ডেলিভারি বয়ের স্কুটিটি। হঠাৎই পেছন থেকে জোরে ধাক্কা মেরে তাকে ছিটকে ফেলে দেয় চার চাকা গাড়িটি। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। এরপর মদ্যপ ওই গাড়ির চালক ডেলিভারি বয় কে মারধর করে বলেও অভিযোগ।
আরও পড়ুন: রাতের অন্ধকারে বাংলাদেশি দুষ্কৃতীদের চুরি! বিএসএফ এবার যা করল…! বন্ধ হবে সব দৌরাত্ম্য
তৎক্ষণাৎ আশেপাশের মানুষ আহত ডেলিভারি বয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অন্যদিকে, ঘাতক গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে উত্তর বিধান নগর থানার পুলিশ। প্রসঙ্গত, কয়েক দিন আগেই একই ধরনের ঘটনায় এক ফুড ডেলিভারি বয়ের মৃত্যু হয়েছিল। পরপর এই ধরনের ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে শহরবাসীর মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 8:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় ছড়িয়ে র*ক্ত! ডেলিভারি করতে গিয়ে বেপরোয়া গাড়ি ধাক্কা মারল স্কুটিতে! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক