Onion Price: ৫০-এ কেনা পিঁয়াজ কততে বিকোচ্ছে জানেন? দাম ধরতে বাজারে নামল টাস্কফোর্স
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Onion Price: সকালেই টাস্কফোর্সের সদস্যরা পৌঁছে যান দমদম নাগেরবাজারে। সেখানকার বাজারে হানা দিয়ে মূলত পেঁয়াজের দাম জানার চেষ্টা করেন।
উত্তর ২৪ পরগনা: পিঁয়াজের ঝাঁঝে নয়, এখন দাম শুনেই চোখে জল আসছে মধ্যবিত্তের। আর তাই পিঁয়াজের ঊর্ধ্বমুখী দামে লাগাম টানতেই পথে নামতে দেখা গেল রাজ্য টাস্কফোর্সকে। জেলায় এদিন স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল ওই বিশেষ দল। টাস্কফোর্সের তরফে দমদম, নাগেরবাজার, বাগুইআটি সহ উত্তর শহরতলির বিভিন্ন বাজারে এদিন নজরদারি চালানো হয়। সেখানেই হানা দিয়ে দোকানে দোকানে ঘুরে পিঁয়াজ সহ আলু, আদা, রসুন দোকানদাররা কত দামে কিনছেন, কত দামে বিক্রি করছে তার খোঁজ খবর নেয় টাস্কফোর্স এর বিশেষ দল।
এদিন সকালেই টাস্কফোর্সের সদস্যরা পৌঁছে যান দমদম নাগেরবাজারে। সেখানকার বাজারে হানা দিয়ে মূলত পেঁয়াজের দাম জানার চেষ্টা করেন। তার সঙ্গেই আলু আদা রসুন ও বাকি সব্জির অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা ক্রেতাদের সঙ্গে কথা বলেও তা জানার চেষ্টা করেন। এরপরেই তারা হানা দেন বাগুইআটি বাজারে। সেখানেও পিঁয়াজ থেকে শুরু করে সমস্ত সব্জির দামে চালান নজরদারি।
advertisement
advertisement
টাস্কফোর্সের সদস্যরা জানান, মহারাষ্ট্র রাজস্থান থেকে আসা পিঁয়াজের উপরে আমাদের ভরসা করতে হয়। সেই পিঁয়াজের উপর কেন্দ্রীয় সরকার অতিরিক্ত রফতানি কর বসানোয়, ওই অঞ্চলের ব্যবসায়ীরা ধর্মঘট করছে। তার ফলে একটা সঙ্কট তৈরি হয়েছে, যা আগামী দশ পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলেও আশ্বস্ত করা হয়। প্রাইভেট পিঁয়াজ নেই, সবই সরকারি ।
advertisement
সেই পিঁয়াজ ৫০ টাকায় কিনে রিটেল মার্কেটে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় সেই পেঁয়াজ ১০০ টাকাতেও বিক্রি করা হচ্ছে। এটা হওয়া উচিৎ নয়। যারা এরকম করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শহরতলির পাশাপাশি জেলাতেও এরকম অভিযান চালানো হবে বিভিন্ন বাজারে বলেই জানা গিয়েছে।
advertisement
—– Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 1:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Onion Price: ৫০-এ কেনা পিঁয়াজ কততে বিকোচ্ছে জানেন? দাম ধরতে বাজারে নামল টাস্কফোর্স