House Collapse: 'বাচাও বাঁচাও' বলে চিৎকার...! এক মুহূর্তে সব শেষ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি, তারপর যা হল...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
House Collapse: সোদপুরে ভেঙে পড়ল প্রাচীন বাড়ি,ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ে মৃত ১,এলাকায় চাঞ্চল্য,ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ।
সোদপুর: পানিহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এমএন চ্যাটার্জী রোড এলাকায় ছিল এক প্রাচীন বাড়ি।।জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বহু প্রাচীন এই বাড়িতে বসবাস করত বাড়ির তিন শরীক।।বাড়িটি ছিল ভগ্নদশা অবস্থায়।
বারংবার স্থানীয় কাউন্সিলার বলা সত্ত্বেও, কোনওরকম ভ্রুক্ষেপ ছিল না বাড়িতে বসবাসকারী বাসিন্দাদের।আজ ভোরবেলা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বহু প্রাচীন বাড়িটি।
advertisement
ভেঙে পড়া বাড়ির ইট পাথরের নিচে চাপা পড়ে যায় বাড়ির মালিক দেবকুমার শ্রীমানি।।তারপরেই বাচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে।। খবর দেওয়া হয় খড়দহ থানার পুলিশকে।
advertisement
দ্রুত উদ্ধার কাজ করে পুলিশ দেব কুমারকে বাইরে বার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুবীর দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 11:24 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
House Collapse: 'বাচাও বাঁচাও' বলে চিৎকার...! এক মুহূর্তে সব শেষ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি, তারপর যা হল...