Panihati Councillor Murder: ট্রেনের টিকিটে মিলল সূত্র, কাউন্সিলর অনুপম দত্তর হত্যাকাণ্ডে ধৃত আরও ১

Last Updated:

গত রবিবার সন্ধ্যায় আগরপাড়ায় খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত (Panihati Councillor Murder)৷

নিহত কাউন্সিলর অনুপম দত্ত৷
নিহত কাউন্সিলর অনুপম দত্ত৷
#ব্যারাকপুর: পানিহাটির কাউন্সিলর অনুপম দত্তের (Anupam Dutta Murder) হত্যার ঘটনায় আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনায় ধৃত শম্ভু পণ্ডিতের মাসতুতো ভাই সঞ্জীব পণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ৷ আগরপাড়ার বাসিন্দা ধৃত সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত সক্রিয় বিজেপি কর্মী৷ তিনি সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা৷
গত রবিবার সন্ধ্যায় আগরপাড়ায় খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ এই হত্যাকাণ্ডের পরদিনই অনুপম দত্তকে গুলি চালনায় অভিযুক্ত শ্যুটার শম্ভু পণ্ডিতকে গ্রেফতার করেছিল পুলিশ৷ ধৃত শম্ভু পণ্ডিতকে জেরা করে এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া ট্রেনের টিকিটের সূত্র ধরে পূর্ব বর্ধমানের কালনার সিমলান ও আগ্রাহাটি গ্রামে হানা দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও খড়দহ থানার বিশেষ দল৷ সেখান থেকে শম্ভু পণ্ডিতের মাসির ছেলে সঞ্জীব ও প্রসেনজিৎ পণ্ডিতকে আটক করে পুলিশ৷
advertisement
advertisement
দু' জনকে আটক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুরের দফতরে নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয়৷ এর পরেই সঞ্জীব পণ্ডিতকে গ্রেফতার করা হয়৷ জানা গিয়েছে, সঞ্জীব পণ্ডিত আগে পানিহাটি পুরসভায় ঠিকাদারির কাজ করত৷ যদিও এখন সে আর ওই কাজ করে না৷
advertisement
এ দিকে নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত বলেন, পুলিশি তৎপরতায় তিনি খুশি হলেও এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনও মাথা রয়েছে বলেই তিনি মনে করেন৷ এলাকার পরিত্যক্ত মাঠ দখলকে কেন্দ্র করেই তাঁর স্বামীকে খুন হতে হয়েছে বলে অভিযোগ মীনাক্ষীদেবীর৷ সিআইডি তদন্তেও আস্থা রাখছেন নিহত কাউন্সলিরের স্ত্রী৷
advertisement
অনুপম দত্তের হত্যার ঘটনার প্রতিবাদে এ দিন পানিহাটিতে মোমবাতি মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা৷ মিছিলে হাঁটেন মীনাক্ষীদেবীও৷
Arun Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panihati Councillor Murder: ট্রেনের টিকিটে মিলল সূত্র, কাউন্সিলর অনুপম দত্তর হত্যাকাণ্ডে ধৃত আরও ১
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement