Bike Accident: আঠেরোর আগেই বাইক! নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কায় নাবালকের মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনায় আহত ১
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bike Accident: স্থানীয় সূত্রে জানা যায়, মামার বাড়ি ফেরার পথে বছর ১৬-এর ওই কিশোর হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে। তীব্র শব্দে স্থানীয়রা ছুটে আসেন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা! ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ১। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার ঘোড়ারাস এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এদিন দুই বন্ধু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। মৃত বছর ১৬-এর কিশোরের নাম রায়হান আকুঞ্জি, বাড়ি মাটিয়া থানার কোড়াপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়ারাস এলাকা দিয়ে মামার বাড়ি ফেরার পথে রায়হান হঠাৎই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে। তীব্র শব্দে স্থানীয়রা ছুটে আসেন। দ্রুত তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রায়হানকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! এবার বিনামূল্যে টিউশনি-পড়াশুনা, বারাসাতে বড় উদ্যোগ সাংসদের
অন্যদিকে বাইকের পিছনে বসে থাকা তাঁর এক বন্ধু গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। এহেন দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকস্তব্ধ গোটা কোড়াপাড়া এলাকা। স্কুলে বন্ধুবান্ধবের মধ্যেও শোকের আবহ।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায়ই কিশোরদের বাইক নিয়ে বেপরোয়া গতিতে ঘুরে বেড়াতে দেখা যায়। কিন্তু প্রশাসনের তরফে তেমন কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয় না। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসনের একাধিক সচেতনতামূলক অভিযান ও ট্রাফিক নিয়মবিধি সত্ত্বেও নাবালকদের হাতে বাইক তুলে দেওয়া কীভাবে রোখা যাবে, তা নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 29, 2025 1:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: আঠেরোর আগেই বাইক! নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কায় নাবালকের মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনায় আহত ১

