New One Lakh Car in Hooghly: সিঙ্গুরে ন্যানো হয়নি, সেই হুগলিতেই তৈরি হবে এক লাখি গাড়ি? বাঙালি সংস্থার বিরাট ঘোষণা

Last Updated:

সংস্থার কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে কুণাল ঘোষ দাবি করেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে সুগন্ধার এই কারখানাতেই তৈরি হবে এক লাখ টাকা দামের ইলেক্ট্রিক গাড়ি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
সোমনাথ ঘোষ, পোলবা: সিঙ্গুরের কারখানা থেকে টাটাদের ন্যানো গাড়ি শেষ পর্যন্ত তৈরি হয়নি৷ সেই সিঙ্গুর থেকে তিরিশ কিলোমিটার দূরে হুগলি জেলাতেই এবার তৈরি হবে এক লাখি গাড়ি? বুধবার হুগলির সুগন্ধায় একটি বেসরকারি কারখানায় গিয়ে এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷
হুগলির পোলবার সুগন্ধায় গত দু বছর ধরে ১২ একর জমির উপরে বিএলডিসি পাখা তৈরি করছে সাইনোসোর একটি বেসরকারি সংস্থা৷ এ দিন সেই কারখানাতেই তৈরি ব্যাটারি চালিত টোটোর উদ্বোধন হল৷ সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷
সংস্থার কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে কুণাল ঘোষ দাবি করেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে সুগন্ধার এই কারখানাতেই তৈরি হবে এক লাখ টাকা দামের ইলেক্ট্রিক গাড়ি৷ কুণাল ঘোষ বলেন, ‘আমি যেটুকু জানি আধুনিক গাড়ি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য এই কারখানাতেই তৈরি হচ্ছে৷ গাড়ির সব উপকরণই এই কারখানায় তৈরি হবে৷ পেট্রোল, ডিজেলের দাম বাড়লেও এই গাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে ভাবতে হবে না৷ এই কারখানায় এক লাখ টাকার গাড়ি তৈরি হলে চারপাশে অনুসারী শিল্পও তৈরি হবে৷ প্রচুর কর্মসংস্থান হবে৷’
advertisement
advertisement
ন্যানোর নাম না করেই তৃণমূল নেতা আরও দাবি করেন, এই গাড়ি ন্যানোর তুলনায় আরও বেশি আধুনিক এবং সুবিধা সম্পন্ন হবে৷ কুণাল ঘোষ বলেন, ‘এটা বাঙালি সংস্থা, বাংলার সংস্থা৷ বিদ্যুৎ সাশ্রয়ী পাখা তৈরি করার পর ওনারা অত্যাধুনিক তিন চাকার যান নিয়ে এলেন৷ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওরা কেন চার চাকার গাড়ি তৈরি করতে পারবে না? সংস্থার কর্ণধার শান্তনু ঘোষকে আমি এই অনুরোধ করেছিলাম৷ উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে সেই অনুরোধ বিবেচনা করে কাজ শুরু করেন৷’ তৃণমূল নেতা আরও দাবি করেন, তিন ফসলি জমির উপরে কারখানা তৈরি হওয়াতেই ভেস্তে গিয়েছিল সিঙ্গুরের ন্যানো প্রকল্প৷
advertisement
সংস্থার কর্ণধার শান্তনু ঘোষ জানিয়েছেন, কালীপুজোর পরই এই এক লাখ টাকা দামের গাড়ির লুক লঞ্চ করা হবে কলকাতায়৷ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে গাড়ির উৎপাদন শুরু হতে পারে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New One Lakh Car in Hooghly: সিঙ্গুরে ন্যানো হয়নি, সেই হুগলিতেই তৈরি হবে এক লাখি গাড়ি? বাঙালি সংস্থার বিরাট ঘোষণা
Next Article
advertisement
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...সাক্ষাৎকারে বললেন অর্থমন্ত্রী
  • আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

VIEW MORE
advertisement
advertisement