New One Lakh Car in Hooghly: সিঙ্গুরে ন্যানো হয়নি, সেই হুগলিতেই তৈরি হবে এক লাখি গাড়ি? বাঙালি সংস্থার বিরাট ঘোষণা

Last Updated:

সংস্থার কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে কুণাল ঘোষ দাবি করেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে সুগন্ধার এই কারখানাতেই তৈরি হবে এক লাখ টাকা দামের ইলেক্ট্রিক গাড়ি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
সোমনাথ ঘোষ, পোলবা: সিঙ্গুরের কারখানা থেকে টাটাদের ন্যানো গাড়ি শেষ পর্যন্ত তৈরি হয়নি৷ সেই সিঙ্গুর থেকে তিরিশ কিলোমিটার দূরে হুগলি জেলাতেই এবার তৈরি হবে এক লাখি গাড়ি? বুধবার হুগলির সুগন্ধায় একটি বেসরকারি কারখানায় গিয়ে এমনই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷
হুগলির পোলবার সুগন্ধায় গত দু বছর ধরে ১২ একর জমির উপরে বিএলডিসি পাখা তৈরি করছে সাইনোসোর একটি বেসরকারি সংস্থা৷ এ দিন সেই কারখানাতেই তৈরি ব্যাটারি চালিত টোটোর উদ্বোধন হল৷ সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷
সংস্থার কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে কুণাল ঘোষ দাবি করেন, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে সুগন্ধার এই কারখানাতেই তৈরি হবে এক লাখ টাকা দামের ইলেক্ট্রিক গাড়ি৷ কুণাল ঘোষ বলেন, ‘আমি যেটুকু জানি আধুনিক গাড়ি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য এই কারখানাতেই তৈরি হচ্ছে৷ গাড়ির সব উপকরণই এই কারখানায় তৈরি হবে৷ পেট্রোল, ডিজেলের দাম বাড়লেও এই গাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে ভাবতে হবে না৷ এই কারখানায় এক লাখ টাকার গাড়ি তৈরি হলে চারপাশে অনুসারী শিল্পও তৈরি হবে৷ প্রচুর কর্মসংস্থান হবে৷’
advertisement
advertisement
ন্যানোর নাম না করেই তৃণমূল নেতা আরও দাবি করেন, এই গাড়ি ন্যানোর তুলনায় আরও বেশি আধুনিক এবং সুবিধা সম্পন্ন হবে৷ কুণাল ঘোষ বলেন, ‘এটা বাঙালি সংস্থা, বাংলার সংস্থা৷ বিদ্যুৎ সাশ্রয়ী পাখা তৈরি করার পর ওনারা অত্যাধুনিক তিন চাকার যান নিয়ে এলেন৷ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওরা কেন চার চাকার গাড়ি তৈরি করতে পারবে না? সংস্থার কর্ণধার শান্তনু ঘোষকে আমি এই অনুরোধ করেছিলাম৷ উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে সেই অনুরোধ বিবেচনা করে কাজ শুরু করেন৷’ তৃণমূল নেতা আরও দাবি করেন, তিন ফসলি জমির উপরে কারখানা তৈরি হওয়াতেই ভেস্তে গিয়েছিল সিঙ্গুরের ন্যানো প্রকল্প৷
advertisement
সংস্থার কর্ণধার শান্তনু ঘোষ জানিয়েছেন, কালীপুজোর পরই এই এক লাখ টাকা দামের গাড়ির লুক লঞ্চ করা হবে কলকাতায়৷ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে গাড়ির উৎপাদন শুরু হতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New One Lakh Car in Hooghly: সিঙ্গুরে ন্যানো হয়নি, সেই হুগলিতেই তৈরি হবে এক লাখি গাড়ি? বাঙালি সংস্থার বিরাট ঘোষণা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement