ডিভাইডারে ধাক্কা লেগে ১০ বার পাল্টি খেল বিলাসবহুল গাড়ি, আজ গাড়ির ফরেনসিক তদন্ত
Last Updated:
বিলাসবহুল গাড়ির নেশাই কাড়ল প্রাণ। ফেরারি নিয়ে তীব্র গতিতে ডানকুনি থেকে কলকাতায় ফেরার পথে ডিভাইডারে ধাক্কা। পাকুরিয়া ব্রিজের কাছে দশবার পাল্টি খেল গাড়ি। ৃ
#ডানকুনি: বিলাসবহুল গাড়ির নেশাই কাড়ল প্রাণ। ফেরারি নিয়ে তীব্র গতিতে ডানকুনি থেকে কলকাতায় ফেরার পথে ডিভাইডারে ধাক্কা। পাকুরিয়া ব্রিজের কাছে দশবার পাল্টি খেল গাড়ি। ত্রিকোণ পার্কের বাসিন্দা, ব্যবসায়ী শিবাজি রায়ের মৃত্যু। আশঙ্কাজনক আরও এক তরুণী।পুলিশের অনুমান, গাড়ির গতি ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনায় মৃত্যু শিবাজি রায় নামে এক ব্যক্তির ৷ দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে ৷ গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিমি ৷ গাড়িটি বেশ কয়েকবার পালটি খায় ৷ গাড়ির এয়ারব্যাগটি ফেটে যায় ৷ গাড়িতে ছিলেন শিবাজির বন্ধুর মেয়ে ৷ দুর্ঘটনায় গুরুতর জখম হন তরুণী ৷ জখম তরুণীর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে ৷ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তরুণী ৷ৃ
advertisement
কিন্তু প্রশ্ন একটায় সাড়ে তিন কোটি টাকা দামের ফেরারি গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্বেও কেন তা কাজ করল না? আজ গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হবে ৷ ডোমজুড় থানায় রয়েছে দুর্ঘটনাগ্রস্ত ফেরারি। দুর্ঘটনা রুখতে গাড়ির অত্যাধুনিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করছিল কিনা, খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2018 9:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডিভাইডারে ধাক্কা লেগে ১০ বার পাল্টি খেল বিলাসবহুল গাড়ি, আজ গাড়ির ফরেনসিক তদন্ত