ফরাক্কাতে জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত ১, জখম ৫

Last Updated:

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আতিউর রহমান ও আলতাব সেখের পরিবারের মধ্যে বেশ কয়েকদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল।

#ফরাক্কা: ফরাক্কাতে জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত এক ৷ আহতের সংখ্যা ৫। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কা ঘোলাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত্যু হয় এক মহিলার ৷ গুরুতর আহত হন পরিবারের আর পাঁচজন সদস্য ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আতিউর রহমান ও আলতাব সেখের পরিবারের মধ্যে বেশ কয়েকদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল। মঙ্গলবার দুপুরে বিদ্যুতের তার আতিউর রহমানের জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এই নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ বচসা থেকে ঘটনা হাতাহাতিতে পৌঁছয় ৷ গন্ডগোলের জেরে জখম হন আতিউর রহমান। আহত হন পরিবারের আরও বেশ কয়েকজন ৷ ঘটনার জেরে তার স্ত্রীকে লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
advertisement
আতিউর রহমান ছেলে মোবরক হোসেনের অভিযোগ, তার দাদুর জমি ও আলতাব সেখ ও আনারুল পরিবারে জমি পাশাপাশি । জমি সংক্রান্ত নিয়ে বিবাদ চলছিল । আলতাব সেখ ও আনারুল সেখের পরিবারের সদস্যরা আতিউর রহমানের জমির উপর দিয়ে বিদ্যুৎ তার নিয়ে যাচ্ছিল এবং তার প্রতিবাদ করা হয়। প্রতিবাদ করতে গেলে আতিউর রহমানকে মারধর করা হয় ৷ তার স্ত্রীকে লাঠি ও ইট দিয়ে মারধর করা হয় ৷ বাকিদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। জখম পাঁচজন কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আতিউর রহমানের স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ । এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফরাক্কাতে জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত ১, জখম ৫
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement