West Bardhaman News: কুলটিতে শু*টআউটের ঘটনায় গ্রেফতার এক, বাকিদের খোঁজে চলছে তাল্লাশি
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal news: রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। পাশ থেকে একটি বাইকে দুইজন যেতেই হঠাৎ থামল বাইকটি। রাস্তা দিয়ে যাওয়া ব্যক্তিটি হঠাৎ রাস্তায় লুটিয়ে পড়লেন।
আসানসোল, রিন্টু পাঁজা: রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। পাশ থেকে একটি বাইকে দুইজন যেতেই হঠাৎ থামল বাইকটি। রাস্তা দিয়ে যাওয়া ব্যক্তিটি হঠাৎ রাস্তায় লুটিয়ে পড়লেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শুক্রবার রাত্রে কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের রহমানপাড়ায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম সৈয়দ জাভেদ বারিক ৫১ বছর বয়স।
advertisement
তিনি পেশায় ছিলেন আসানসোল পুরনিগমের সাফাই বিভাগের কর্মী। শুক্রবার রাতের এই ঘটনায় স্থানীয় একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পিছন দিক থেকে অপেক্ষা করছিল একটি বাইকে চেপে দুই দুষ্কৃতী। সৈয়দ পারভেজ বারিক রাস্তা দিয়ে হেঁটে যেতেই তার পাশ দিয়ে একটি বাইক যাচ্ছে হঠাৎ তার পাশেই বাইকটি থামিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলিকরে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
advertisement
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। ঘটনার খবর পেয়ে তদন্তে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি (কুলটি) সেখ জাভেদ হোসেন।
advertisement
এ ঘটনায় পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম ইফতিকার এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি (কুলটি) সেখ জাভেদ হোসেন বলেন “একজনকে গ্রেফতার করা হয়েছে, খুব তাড়াতাড়ি মূল অভিযুক্তকে গ্রেফতার করা হবে”।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2025 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: কুলটিতে শু*টআউটের ঘটনায় গ্রেফতার এক, বাকিদের খোঁজে চলছে তাল্লাশি









