Purulia News : নেতাজির পদচিহ্ন পড়েছিল নীলকন্ঠ নিবাসে , কিভাবে আজকের দিনটি উদযাপিত হচ্ছে সেখানে!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
নীলকন্ঠ নিবাসে রাত্রিযাপন করেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু । ২৩ জানুয়ারি সেজে উঠেছে এই জায়গা!
পুরুলিয়া : নানা ইতিহাসের স্মৃতি বিজড়িত রয়েছে মানভূমের পুরুলিয়া জেলায়। তার মধ্যে অন্যতম ১৯৩৯ সালের ৯ ডিসেম্বর। এইদিন পুরুলিয়ায় রাত্রিযাপন করেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই স্মৃতি আজও সযত্নে রক্ষা করে চলেছে পুরুলিয়া। ততকালীন সময়ে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান তথা বিশিষ্ট আইনজীবী নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের আবেদনে নেতাজি সুভাষচন্দ্র বসু রাত্রি যাপন করেছিলেন নীলকন্ঠ নিবাসে। নীলকন্ঠ নিবাসের আনাচে-কানাচে নেতাজির স্মৃতি বিজরিত রয়েছে।
আরও পড়ুন:
২০২৫ সালের ২৩ জানুয়ারি নেতাজির ১২৯ তম জন্মদিন পালিত হচ্ছে পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। ব্যতিক্রম নয় পুরুলিয়া শহরের নীলকন্ঠ নিবাস। এখানেও নেতাজির জন্মজয়ন্তী মহাসড়ম্বরে পালিত হচ্ছে। নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা হয় এইদিন। গোটা নীলকন্ঠ নিবাস সারাটা বছর এই দিনের অপেক্ষায় থাকেন। নানানা সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় নেতাজির জন্মদিনে। বহু মানুষ ভিড় করেন পুরুলিয়া শহরের এই নীলকন্ঠ নিবাসে। আজও যেন এই নীলকন্ঠ নিবাসীরা নেতাজীর স্মৃতিচারণ করে।
advertisement
advertisement
এ বিষয়ে নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের ছোট ছেলে রাজশ্রী চট্টোপাধ্যায় বলেন , এইদিন তাদের কাছে বিরাট বড় দিন। তারা ভাগ্যবান যে তাদের বাড়িতে নেতাজি রাত্রি যাপন করেছিলেন। এই বাড়িতে নেতাজির সংগ্রহশালা তৈরি করতে চান তিনি। সরকারি সহযোগিতা পেলে সেই কাজ সম্পন্ন করতে পারবেন।
advertisement
নীলকন্ঠ নিবাসে ২৩জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ করতে পেরে খুশি শহরবাসী। তাদেরও ভীষণ ভালো লাগে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পেরে।
নেতাজির জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে গোটা নীলকন্ঠ নিবাস। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নীলকন্ঠ নিবাসের সদস্যরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 23, 2025 5:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : নেতাজির পদচিহ্ন পড়েছিল নীলকন্ঠ নিবাসে , কিভাবে আজকের দিনটি উদযাপিত হচ্ছে সেখানে!