বনগাঁয় ফের আস্থা ভোটের নির্দেশ হাইকোর্টের
Last Updated:
আদালতের তরফে জানানো হয়েছে, ১২ দিনের মধ্যে ভোট করতে হবে।
#বনগাঁ: বনগাঁয় ফের আস্থা ভোটের নির্দেশ হাইকোর্টের। আদালতের তরফে জানানো হয়েছে, ১২ দিনের মধ্যে ভোট করতে হবে। এক্ষেত্রে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে জেলাশাসককে। পাশাপাশি পুলিশ সুপারকে সকলের নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। দুই অনাস্থা সভার সিদ্ধান্তই বেআইনি তাই দুই সিদ্ধান্তই খারিজ করল আদালত।
ভোট প্রক্রিয়া চলাকালিন পুরসভার প্রশাসনিক কাজকর্ম দেখভাল করবেন সংশ্লিষ্ট মহকুমাশাসক বা পুরসভার একজিকিউটিভ অফিসার। বনগাঁ পুরসভার আস্থা-ভোটে অশান্তি নিয়ে ১৮ জুলাই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি কাউন্সিলররা।
বনগাঁ পুরসভায় সংখ্যার নিরীখে এগিয়ে তৃণমূল। রায়ের প্রভাব পড়বে না বলে দাবি তৃণমূলের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2019 1:13 PM IST