Naihati Boroma: আজ বড়মার পুজোয় 'বিশেষ দিন', নৈহাটির কালীপুজোর জন্য আজকের দিনের কেন এত গুরুত্ব, জেনে রাখুন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Naihati Boroma- কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই প্রতি বছরের মতো নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হয়ে গেল কালীপুজোর প্রস্তুতির।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই প্রতি বছরের মতো নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হয়ে গেল কালীপুজোর প্রস্তুতির। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমেছে।
বড়মার কাঠামো পুজোর মধ্যে দিয়েই যেন নৈহাটি জুড়ে কালীপুজোর দামামা বাজে। এদিন কাঠামো পুজোয় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, পুলিশ কমিশনার মুরলিধর শর্মা, ডি.সি. নর্থ গণেশ বিশ্বাস, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
এদিন গোটা এলাকা পরিদর্শন করেন পুলিশ কমিশনার সহ প্রশাসনের আধিকারিকেরা। পুজোর নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনাও হয়।নৈহাটির বিধায়ক সনদ দে, পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং বড়মা পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্যের সঙ্গে কথা বলে জানা যায় নৈহাটির বড় মা কালীর পুজো নিয়ে বিশেষ পরিকল্পনার রূপরেখা তৈরি করা হচ্ছে।
advertisement
advertisement
বিধায়ক সনদ দে ও পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, এবারের বড়মার পুজো ১০২ বছরে পদার্পণ করল। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শনে আসেন। তাই দেশ-বিদেশের বহু ভক্ত এই পুজোর সঙ্গে যুক্ত হন। ১৩ অক্টোবর থেকে পুজো নেওয়ার কাউন্টার খোলা হবে। তার চেয়ে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থাও।
আরও পড়ুন- লক্ষ্মীপুজোয় বিষাদের সুর! বাদুড়িয়ার ‘এই’ এলাকায় গায়েব উৎসবের আমেজ, কেন ঘরে এল না ধনদেবী?
পুলিশ কমিশনার মুরলিধর শর্মা বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বড়মার কালীপুজো আরও উন্নত পরিকল্পনার সঙ্গে পরিচালিত হবে। পুলিশ প্রশাসন, রেল পুলিশ ও বিদ্যুৎ দফতর সহ সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে একত্র করে নিরাপত্তার সব ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই লক্ষাধিক মানুষ বড়মার পুজো দেখতে পান। এদিন বড়মার খুঁটি পুজো ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Naihati,North Twenty Four Parganas,West Bengal
First Published :
Oct 06, 2025 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati Boroma: আজ বড়মার পুজোয় 'বিশেষ দিন', নৈহাটির কালীপুজোর জন্য আজকের দিনের কেন এত গুরুত্ব, জেনে রাখুন










