Naihati Boroma: আজ বড়মার পুজোয় 'বিশেষ দিন', নৈহাটির কালীপুজোর জন্য আজকের দিনের কেন এত গুরুত্ব, জেনে রাখুন

Last Updated:

Naihati Boroma- কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই প্রতি বছরের মতো নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হয়ে গেল কালীপুজোর প্রস্তুতির।

বড়মার কাঠামো পুজো 
বড়মার কাঠামো পুজো 
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই প্রতি বছরের মতো নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজোর মধ্য দিয়ে সূচনা হয়ে গেল কালীপুজোর প্রস্তুতির। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমেছে।
বড়মার কাঠামো পুজোর মধ্যে দিয়েই যেন নৈহাটি জুড়ে কালীপুজোর দামামা বাজে। এদিন কাঠামো পুজোয় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, পুলিশ কমিশনার মুরলিধর শর্মা, ডি.সি. নর্থ গণেশ বিশ্বাস, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
এদিন গোটা এলাকা পরিদর্শন করেন পুলিশ কমিশনার সহ প্রশাসনের আধিকারিকেরা। পুজোর নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনাও হয়।নৈহাটির বিধায়ক সনদ দে, পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং বড়মা পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্যের সঙ্গে কথা বলে জানা যায় নৈহাটির বড় মা কালীর পুজো নিয়ে বিশেষ পরিকল্পনার রূপরেখা তৈরি করা হচ্ছে।
advertisement
advertisement
বিধায়ক সনদ দে ও পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, এবারের বড়মার পুজো ১০২ বছরে পদার্পণ করল। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শনে আসেন। তাই দেশ-বিদেশের বহু ভক্ত এই পুজোর সঙ্গে যুক্ত হন। ১৩ অক্টোবর থেকে পুজো নেওয়ার কাউন্টার খোলা হবে। তার চেয়ে অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থাও।
আরও পড়ুন- লক্ষ্মীপুজোয় বিষাদের সুর! বাদুড়িয়ার ‘এই’ এলাকায় গায়েব উৎসবের আমেজ, কেন ঘরে এল না ধনদেবী?
পুলিশ কমিশনার মুরলিধর শর্মা বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বড়মার কালীপুজো আরও উন্নত পরিকল্পনার সঙ্গে পরিচালিত হবে। পুলিশ প্রশাসন, রেল পুলিশ ও বিদ্যুৎ দফতর সহ সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে একত্র করে নিরাপত্তার সব ব্যবস্থা নিশ্চিত করা হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই লক্ষাধিক মানুষ বড়মার পুজো দেখতে পান। এদিন বড়মার খুঁটি পুজো ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
advertisement
Rudra Narayan Roy 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati Boroma: আজ বড়মার পুজোয় 'বিশেষ দিন', নৈহাটির কালীপুজোর জন্য আজকের দিনের কেন এত গুরুত্ব, জেনে রাখুন
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement