ইদের রাতে ঘরে দাউদাউ আগুন! গভীর ঘুমেই স্ত্রী, পুত্রকে নিয়ে নিয়ে পুড়ে ছাই হলেন কুলপির বাসিন্দা!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Fire Kills Family At Midnight: কুল্পিতে গভীর রাতে আগুন! ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ একই পরিবারের তিনজন, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত!
আনিশ উদ্দিন মোল্লা, কুল্পি: গভীর রাতে ঘরের মধ্যে আগুন লাগায় অগ্নিদগ্ধ হলেন একই পরিবারের তিন সদস্য। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার চকতারা বৈদ্যপাড়া এলাকায় সোমবার গভীর রাতে ঘটেছে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের রাতে স্ত্রী ও পুত্রকে নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন মোজাহার পুরকাইত। হঠাৎ রাতের মধ্যভাগে তাঁদের ঘরে আগুন লাগে। ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হন মোজাহার, তাঁর স্ত্রী ও তাঁদের পুত্র।\
advertisement
advertisement

ইদের রাতে ঘরে দাউদাউ আগুন! গভীর ঘুমেই স্ত্রী, পুত্রকে নিয়ে নিয়ে পুড়ে ছাই হলেন কুলপির বাসিন্দা!
advertisement
প্রথমে তাঁদের কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
ঘটনায় ইতিমধ্যেই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ ও দমকল সূত্রে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 08, 2025 11:03 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইদের রাতে ঘরে দাউদাউ আগুন! গভীর ঘুমেই স্ত্রী, পুত্রকে নিয়ে নিয়ে পুড়ে ছাই হলেন কুলপির বাসিন্দা!