Hooghly News: শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মতিথিতে জমজমাট জন্মভিটে কামারপুকুর
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে।
হুগলি: শ্রী রামকৃষ্ণের ১৯০ তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় কামারপুকুরে। একই সঙ্গে কামারপুকুরের রামকৃষ্ণ মঠ ও মিশনে শনিবার ভোর থেকেই শুরু হয়েছে একাধিক সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয় ভোর চারটে ত্রিশ মিনিটে মঙ্গল আরতির মধ্য দিয়ে। সেখানে গোটা দিন ব্যাপী চলবে পূজা অর্চনা। ভক্তদের ভিড়ে কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠে দিনভর থাকবে ভক্ত সমাগম।
আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নেই
সকালে নানা বাদ্যযন্ত্র সহকারে প্রভাতফেরি গোটা কামারপুকুর প্রদক্ষিণ করে। সেখানে সাধু, সন্ন্যাসী-সহ আশেপাশের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পুজার্চনা, চণ্ডীপাঠ, হোম, রামকৃষ্ণদেবের কথামৃত পাঠ সহ দিনভর নানা কর্মসূচি চলবে। দূরদূরান্তের অগণিত ভক্তরা এদিন কামারপুকুরে শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান এসেছেন। সকাল সাড়ে দশটা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আগামী ১৫ দিন ব্যাপী মেলা চলবে। উৎসব উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে।
advertisement
আরও পড়ুন: এবার দোল পূর্ণিমায় নবদ্বীপে আসছেন! জেনে নিন প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থাপনা
এই বিষয়ে কামারপুকুর মিশনের মহারাজ, লোকোত্তরানন্দ মহারাজ বলেন, “একদম ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালন। দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান। তার মধ্যে রয়েছে যেমন বেদপাঠ , গীতা পাঠ দুপুরে হবে প্রসাদ বিতরণ। আজ কামারপুকুর মাঠে শুধুমাত্র সেখানকার মানুষরা নয় দূর দূরান্ত থেকে বহু মানুষরা এসেছেন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে। কারণ বর্তমান সময়ে যেভাবে হিংসা হানাহানি বেড়ে চলেছে তার থেকে শান্তি পাওয়ার উপায় একটাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বাণী অনুসরণ করা। মানুষজন আরও বেশি করে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসছেন ঠাকুর রামকৃষ্ণ দেব কে অনুসরণ করার জন্য।”
advertisement
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 01, 2025 1:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মতিথিতে জমজমাট জন্মভিটে কামারপুকুর