Murshidabad News: পাট বোঝাই ইঞ্জিনভ্যান আটকেছিলেন কর্তব্যরত ASI, সেই রাগে তৃণমূলের উপ প্রধানের যা করলেন...! লজ্জাজনক

Last Updated:

Murshidabad News: তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত পুলিশের কর্তব্যরত ASI। ঘটনাটি ঘটেছে ফরাক্কার নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক উপর। আক্রান্ত পুলিশকর্তার নাম তাপস ঘোষ। তিনি ফরাক্কা ট্রাফিকে কর্তব্যরত।

তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত পুলিশের কর্তব্যরত এএসআই
তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত পুলিশের কর্তব্যরত এএসআই
ফরাক্কা, তন্ময় মণ্ডল: তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত পুলিশের কর্তব্যরত ASI। ঘটনাটি ঘটেছে ফরাক্কার নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক উপর। আক্রান্ত পুলিশকর্তার নাম তাপস ঘোষ। তিনি ফরাক্কা ট্রাফিকে কর্তব্যরত। এই ঘটনার পুলিশ গ্রেফতার করেছে ফরাক্কা বেওয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখকে।
সূত্রের খবর, একটি ইঞ্জিন চালিত ভ্যানে পাট বোঝাই করে নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়কে দিয়ে মালদহের দিকে যাচ্ছিল। সেই সময় কর্তব্যরত পুলিশের ASI ওই ইঞ্জিন ভ্যানটিকে আটকে দেয় এবং জানান জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার অনুমতি নেই। কিছুক্ষনের মধ্যেই সেই পাটের মালিক নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে এসে কর্তব্যরত পুলিশের ASI সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, তাতেই আহত হন ওই সাব-ইন্সপেক্টর।
advertisement
আরও পড়ুনঃ ভারতের বুকে এ যেন অবিকল ‘নায়াগ্রা’ জলপ্রপাত! করৌলির সৌন্দর্য অবর্ণনীয়, ছবি দেখলে চোখ সরবে না
পাট মালিক বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বলে নিজের পরিচয় দেন। এমনকি বিভিন্ন ভাষায় কটূ মন্তব্য করছিলেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় পাট মালিককে। পুলিশ জানিয়েছে, বেওয়া-১ উপ-প্রধান তারিকুল শেখ তার জমির পাট একটি ইঞ্জিনচলিত ভ্যানে মালদহ পাঠাচ্ছিলেন। নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে সেই ভ্যান আটক করে পুলিশের কর্তব্যরত এএসআই তাপস ঘোষ। চালককে একটি লিখিত দিতে বলে। আর এই নিয়ে ভ্যানের চালক বিষয়টি পাট মালিককে জানান তড়িঘড়ি। বেশ কিছুক্ষন পর পাটের মালিক এসে কর্তব্যরত পুলিশ তাপস ঘোষকে হেনস্তা করে বলে অভিযোগ। এই বিষয়ে সাব-ইন্সপেক্টর তাপস ঘোষ লিখিত অভিযোগ দায়ের করেন। আজ বেওয়া-১ এর উপ-প্রধান তারিকুল শেখকে আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খেতে ভাল লাগলেই কিন্তু খেয়ে ফেলবেন না, কোনও অবস্থাতেই পেঁপে খাবেন না ‘এঁরা’, এক টুকরো পেটে গেলেও বিগড়াবে শরীর
তারিকুল সেখকে জানান, আমি বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আমার নিজস্ব পাট একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে মালদহে পাঠাচ্ছিলাম। সেই ইঞ্জিন চালিত গাড়িটি ট্রাফিক মোড়ে আটকায় পুলিশ। চাবি নিয়েছিল পুলিশ, বলেই পাল্টা দাবি করেন তিনি। পুলিশকে এই নিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে কথা কটাকাটি হয়, এছাড়া আর কিছু হয়নি বলেই তাঁর দাবি। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পাট বোঝাই ইঞ্জিনভ্যান আটকেছিলেন কর্তব্যরত ASI, সেই রাগে তৃণমূলের উপ প্রধানের যা করলেন...! লজ্জাজনক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement