Omicron Variant: করোনার নয়া ভ্যারিয়েন্টে আতঙ্ক, তবুও টিকা নেওয়ায় অনীহা পূর্ব বর্ধমানে

Last Updated:

বিশ্বজুড়ে করোনার ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের আতঙ্কের মধ্যেই করোনা প্রতিরোধে চ্যালেঞ্জের মুখে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

#পূর্ব বর্ধমান: বিশ্বজুড়ে করোনার ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টের আতঙ্কের মধ্যেই করোনা প্রতিরোধে চ্যালেঞ্জের মুখে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলায় করোনার (Coronavirus) দ্বিতীয় ডোজ নিতে বাসিন্দাদের চূড়ান্ত অনীহায় উদ্বিগ্ন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলায় এখনও অর্ধেক বাসিন্দার দ্বিতীয় ডোজ নেওয়া বাকি, অনেকেই এখনও ভ্যাকসিনের ( Covid 19 Vaccine) প্রথম ডোজও নেননি। এই পরিসংখ্যানে যথেষ্টই উদ্বেগে জেলা প্রশাসন।
পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ১৮ বছর বয়সের ঊর্ধ্বে টিকার ( Covid 19 Vaccine) প্রয়োজন ৩৯ লক্ষ ৫৯ হাজার বাসিন্দার। সেখানে প্রথম ডোজ নিয়েছেন ৩২ লক্ষ ১২ হাজার বাসিন্দা। এখনও পর্যন্ত প্রথম ডোজ নেওয়া বাকি রয়েছে প্রায় সাড়ে সাত লক্ষ বাসিন্দার।
শুধু তাই নয়, এই জেলায় করোনার দ্বিতীয় ডোজ ( Covid 19 Vaccine) নেওয়া বাকি ২১  লক্ষ বাসিন্দার। প্রথম ও দ্বিতীয় দুটি টি ডোজ ( Covid 19 Vaccine)  নিয়েছেন প্রায় ৪০ লক্ষ বাসিন্দার মধ্যে মাত্র ১১ লক্ষ । সময় হয়ে গিয়েছে অথচ এখনও করোনার দ্বিতীয় ডোজ ( Covid 19 Vaccine) নেননি এমন বাসিন্দার সংখ্যা ৮৩ হাজার ২৬ জন। আবার দ্বিতীয় ডোজের ( Covid 19 Vaccine) মানুষের সংখ্যা  ৬৮ হাজার ২২৩ জন।
advertisement
advertisement
অনেক বাসিন্দাই এখনও টিকাকরণের বাইরে। টিকা নিতে বাসিন্দাদের চরম অনীহা এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্বেগ বাড়ালো। জেলা প্রশাসনের করোনা সংক্রান্ত টাস্ক ফোর্সের রুটিন বৈঠকে এই উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার ক্ষেত্রে এই অনীহার জন্য অনেককেই বিরাট মাশুল গুনতে হতে পারে। কারণ, করোনা (Coronavirus) এখনও বিদায় নেয়নি। আবার তার প্রভাব বাড়তেই পারে। তখন সমস্যার মধ্যে পড়তে হতে পারে টিকা না নেওয়া বাসিন্দাদের। দুটি ডোজ নিলেই করোনা হবে না এমন নয়। তার পরও করোনা (Coronavirus) হতেই পারে। তবে যারা দুটি ডোজ নেবেন তাঁদের অসুস্থতার মাত্রা অনেক কম হবে। প্রাণহানির ঝুঁকিও অনেক কম হবে। তা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Omicron Variant: করোনার নয়া ভ্যারিয়েন্টে আতঙ্ক, তবুও টিকা নেওয়ায় অনীহা পূর্ব বর্ধমানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement