Priest arrested in Guskara: যজমানের বাড়িতে এসে বৃদ্ধ পুরোহিতের চরম কুকীর্তি, কেঁদে ফেলল নাবালিকা! গুসকরায় উত্তেজনা
- Reported by:Saradindu Ghosh
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
জানা গিয়েছে, ধৃত ওই পুরোহিত গুসকরা শহরের একটি বাড়িতে কালীপুজো করেন৷ বৃহস্পতিবার রাতে পুজো করার পর ফের শুক্রবার সকালে পুজো করতে আসেন তিনি।
গুসকরা: পুজো করতে এসে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বৃদ্ধ পুরোহিত৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরা শহরে৷ অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করে আউশগ্রাম থানার পুরোহিত৷
পুলিশ সূত্রে খবর, ৬৮ বছরের ওই ধৃত পুরোহিতের বাড়ি ভাতার থানার রায়-রামচন্দ্রপুর গ্রামে৷ ঘটনার পরই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
জানা গিয়েছে, ধৃত ওই পুরোহিত গুসকরা শহরের একটি বাড়িতে কালীপুজো করেন৷ বৃহস্পতিবার রাতে পুজো করার পর ফের শুক্রবার সকালে পুজো করতে আসেন তিনি। অভিযোগ,পোশাক ছাড়ার নাম করে ওই বাড়ির দোতলায় উঠে গিয়ে ১২ বছরের নাবালিকার শ্লীলতাহানি করেম তিনি।পরে নাবালিকা কান্নাকাটি করতে করতে মা কে জানালে তিনি প্রতিবেশীদের ডাকেন।
advertisement
প্রতিবেশীরা গিয়ে অভিযুক্ত পুরোহিতকে আটক করে পুলিশে খবর দেন৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরোহিতকে গ্রেফতার করে আউশগ্রাম থানার অন্তর্গত গুসকরা ফাঁড়ির পুলিশ। পকসো আইনে মামলা রুজু করে ধৃতকে আজ বর্ধমান আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 02, 2024 10:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Priest arrested in Guskara: যজমানের বাড়িতে এসে বৃদ্ধ পুরোহিতের চরম কুকীর্তি, কেঁদে ফেলল নাবালিকা! গুসকরায় উত্তেজনা








