South 24 Parganas News: মারা যাওয়ার চার বছর পর বার্ধক্যভাতার টাকা তুলছে কে? পরিবারের মারাত্মক অভিযোগ

Last Updated:

মারা যাওয়ার চার বছর পরও হচ্ছে তোলা হচ্ছে বার্ধক্যভাতার টাকা।

+
মারা

মারা যাওয়ার চার বছর পর বার্ধক্যভাতার টাকা তুলছে কে? পরিবারের মারাত্মক অভিযোগ

মন্দিরবাজার: মারা যাওয়ার চার বছর পরও হচ্ছে তোলা হচ্ছে বার্ধক্যভাতার টাকা। কে তুলছে এই টাকা, সেই প্রশ্নই এলাকায় ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরবাজারের মাধবপুরে। অভিযোগ চার বছর আগেই মৃত্যু হয়েছিল অনুমতি বলদিয়া নামের বছর সত্তরের বৃদ্ধার। কিন্তু আশ্চর্যজনকভাবে এখনও সচল রয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্ট।
প্রতিমাসে নিয়ম করেই সেই অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা। রহস্যজনকভাবে অ্যাকাউন্ট থেকে সেই টাকায় আবার তোলা হচ্ছে। ওই মহিলার পরিবারের লোকজনের অভিযোগ পরিবারের অজান্তে সেই টাকা তুলছে অন্যজন। অনুমতি বলদিয়ার ছেলে সঞ্জীবন বলদিয়ার অভিযোগ, এই বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা মেলেনি।
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন তাঁর মায়ের নামে ২ টি অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এ নিয়ে মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দফতরের কর্মাধ্যক্ষ মৃত্যুঞ্জয় পাইক বলেন, এটি সম্পূর্ণ বেআইনি। আমাদের কাছে কোনও অভিযোগ এখনও পর্যন্ত আসেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এইরকম কাজ সম্পূর্ণ বেআইনি। অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, একজন ব্যক্তি কোনও ভাবেই দুটো বার্ধক্য ভাতা পেতে পারেনা। যদি এমন কোনও অভিযোগ সামনে আসে তাহলে অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে মহিলা চার বছর আগে মারা গিয়েছে সেই মহিলার অ‍্যাকাউন্টে চার বছর ধরে বার্ধক্য ভাতা টাকা কিভাবে ঢুকছে। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মারা যাওয়ার চার বছর পর বার্ধক্যভাতার টাকা তুলছে কে? পরিবারের মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement