Hooghly News: কেওয়াইসি করানোর নাম করে ফোন, নিমেষেই নিঃস্ব হতে পারেন আপনি
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Edited by:Sudip Paul
Last Updated:
Hooghly News: কেওয়াসি করার নাম করে ফোন, আর সেই ফোন আসতেই গায়েব চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকা। সর্বস্ব সঞ্চয় হারালেন উত্তরপাড়ার বাসিন্দা প্রভাত কুমার সরকার।
হুগলি: এক ফোনেই গায়েব কয়েক লক্ষ টাকা। কেওয়াইসি করানোর নাম করে ফোন, আর সেই ফোন আসতেই গায়েব চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকা। সর্বস্ব সঞ্চয় হারালেন উত্তরপাড়ার বাসিন্দা প্রভাত কুমার সরকার। ঘটনায় তিনি দারস্থ হয়েছেন চন্দননগর পুলিশের।
উত্তরপাড়া ভদ্রকালীর ৮৯ রামলাল দত্ত রোডের বাসিন্দা প্রভাত কুমার সরকার কেন্দ্রীয় সরকারের অডিট বিভাগের প্রাক্তন কর্মী। তাঁর উত্তরপাড়া বন্ধন ব্যাঙ্কে সেভিংস একাউন্ট রয়েছে। সেই ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে বুধবার তাকে একজন ফোন করেন। বলা হয় কেওয়াইসি আপডেট করতে হবে। একটা ওটিপি গেছে সেটা বলতে। বৃদ্ধ প্রথমে ওটিপি দিতে অস্বীকার করেন। প্রতারক তাকে বোঝায় ওটিপি না দিলে কেওয়াইসি আপডেট হবে না সেক্ষেত্রে একাউন্ট বন্ধ হয়ে যাবে।
advertisement
আরও পড়ুনঃ South Indian Food: অল্প দামে দক্ষিণ ভারতীয় খাবারের নতুন ঠিকানা! ধোসার ভ্যারাইটি দেখলে মাথা ঘুরবে
advertisement
এরপর ওটিপি দিতে থাকেন আর পরপর চার বারে মোট ৪ লাখ ৭৬ হাজার ৭৩৯ টাকা গায়েব হয়ে যায়। পরে যখন বুঝতে পারেন আর কিছু করার ছিল না। এরপর প্রতারিত বৃদ্ধ ব্যাঙ্কে গিয়ে বিষয়টি জানান। ব্যাঙ্ক পুলিশে অভিযোগ করতে বলে। উত্তরপাড়া থানায় এবং চন্দননগর পুলিশের সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন প্রতারিত। তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2024 7:48 PM IST