West Bardhaman News : জমি হারিয়েছেন, পাননি চাকরি, ক্ষতিপূরণ! ৭৫ বছর বয়সে এসে স্বামীহারা বৃদ্ধা যা করলেন...

Last Updated:

কি করে তার দিন গুজরান হবে, তা ভেবে দিশেহারা হয়ে বৃদ্ধা। উপযুক্ত ক্ষতিপূরণ দাবিতে করছেন অনশন।

+
রামনগর

রামনগর কোলিয়ারী সামনে অনশনে বসেছেন ছবি পাল।

আসানসোল, পশ্চিম বর্ধমান : হারিয়ে ফেলেছেন শেষ ভরসাটুকু। যদিও তার পরিবর্তে অন্য কিছু পাওয়ার আশ্বাস তিনি পেয়েছিলেন। কিন্তু বিগত ১৫ বছরে তার বাস্তবায়ন হয়নি। হারিয়েছেন স্বামীকে। হারিয়েছেন উপার্জনের একমাত্র সম্বলটুকু। বিগত ১৫ বছর ধরে অনেক চেষ্টা চালিয়েছেন। কিন্তু কোনও উপায় হয়নি। তাই শেষমেষ ৭৫ বছর বয়সে এসে অনশনে বসলেন বৃদ্ধা।
৭৫ বছর বয়সের ছবি পাল। ছবি দেবীর অভিযোগ, তার একমাত্র চাষযোগ্য জমি কয়লা উত্তোলনের জন্য অধিগ্রহণ করা হয়েছে। কুলটির রামনগর কোলিয়ারি সেই জমি নিয়েছিল। পরিবর্তে তাকে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এরপর ধীরে ধীরে ১৫ বছর কেটে গিয়েছে। ছবি দেবীর অভিযোগ এখন খনি কর্তৃপক্ষ দাবি করছে, তাঁর কোনও জমি খনি কর্তৃপক্ষ অধিগ্রহণ করেনি।
advertisement
advertisement
যদিও চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে একাধিকবার কোলিয়ারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন ছবি দেবী। বিগত ১৫ বছরের এই সময়ে হারিয়ে ফেলেছেন স্বামীকে। চাকরি, ক্ষতিপূরণ কিছুই পাননি। চাষের জমিও হারিয়ে ফেলেছেন। কি করে তার দিন গুজরান হবে, তা ভেবে দিশেহারা হয়ে উঠছেন এই বৃদ্ধা। তাই উপযুক্ত ক্ষতিপূরণ অথবা জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে শুরু করেছেন অনশন।
advertisement
নিজের দাবি পূরণের জন্য এতটা বয়স হওয়া সত্ত্বেও তিনি শুরু করেছেন অনশন। কুলটির রামনগর সেলের কোলিয়ারির সামনে তিনি অনশন শুরু করেছেন। যদিও এই ব্যাপারে খনি কর্তৃপক্ষ বিশেষ কিছু বলতে চাইনি। কোলিয়ারির এক আধিকারিক জানিয়েছেন, সংস্থার ভূমি দফতরের হিসাব অনুযায়ী বৃদ্ধার কোনও জমি অধিগ্রহণ করে কয়লা উত্তোলন করা হয়নি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে এই বিষয়ে তারা বৃদ্ধার সঙ্গে আলোচনা করতে রাজি বলে জানা গিয়েছে।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : জমি হারিয়েছেন, পাননি চাকরি, ক্ষতিপূরণ! ৭৫ বছর বয়সে এসে স্বামীহারা বৃদ্ধা যা করলেন...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement