ডাক্তার দেখাতে এসে স্টেশনে ছাড়াছাড়ি! চোখের জলে ভেসে বৃদ্ধ দম্পতি পরস্পরকে খুঁজে চললেন ২ মাস...তার পর?

Last Updated:

Old Couple Missing: দু'মাস আগে একে অপরের থেকে আলাদা বৃদ্ধ দম্পতি, চোখের জলে ভেসে খুঁজে চললেন একে অপরকে। তার পর যা হল!

+
একে

একে অপরের হাত ধরে বাড়ির পথে বৃদ্ধ দম্পতি 

পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গে এসেছিলেন ডাক্তার দেখাতে। ষাটোর্ধ্ব বৃদ্ধ দম্পতি বর্ধমানের গুড়াপ স্টেশনে এসে একে অপরকে হারিয়ে ফেলেন। চলতি বছরই এপ্রিল মাসের ঘটনা। এরপর একে অপরকে হন্নি হয়ে খুঁজতে থাকে, তবে পাওয়া যায় না। অবশ্য, এর পর এই বৃদ্ধ মহিলার খুঁজতে খুঁজতে চলে আসেন মেদিনীপুরে। তার স্বামীকে না পেয়ে স্টেশনে বসে কাঁদছিলেন। এর পর তাকে পুলিশ কর্মীরা উদ্ধার করে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সেল্টার ফর আরবান হোমলেসে ভর্তি করেন।
তবে এরপরই শুরু আসল গল্প। কেটেছে দুমাস, বৃদ্ধ ওই মহিলার ভাষা বোঝার দায় হয়ে উঠেছিল সকলের কাছে। তবে হালকা হালকা বোঝা যাচ্ছিল, যা বিহারের ভাগলপুরের কিছুটা ভাষা। তবে তবে এরপরই ঘটল এক দুর্দান্ত চমক। রবিবার একে অপরকে ফিরে পেলেন এই বৃদ্ধ দম্প তি দীর্ঘ প্রায় দুমাস পর তাদের দুজনকে মিলিয়ে দিল হ্যাম রেডিও ও সাংবাদিকেরা।
advertisement
advertisement
জানা যায়, বিহারের ভাগলপুর থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন এই বৃদ্ধ দম্পতি। তবে এরপরই তারা একে অপরকে হারিয়ে ফেলেন। ঘটনা এপ্রিল মাসের। এরপর ওই বৃদ্ধ এবং বাড়ির লোকেরা বেশ খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বৃদ্ধ মহিলাকে স্টেশনে কাঁদতে দেখে পুলিশ কর্মীরা তাকে ভর্তি করেন এই হোমলেস সেন্টারে। ভাষা সমস্যার কারণে তার বাড়ি কোথায় বা বৃদ্ধের পরিবার পরিজনেরা কী করেন তা জানতে অসুবিধা হচ্ছিল সকলের।
advertisement
তবে এরপর আশ্রমের কর্মীরা ধীরে ধীরে বুঝতে পারেন তার বাড়ি বিহারের ভাগলপুরে। তবে আর যোগাযোগের কোনও কিছুই বলতে পারছিলেন না তিনি। এরপর আশ্রমের এক কর্মী যোগাযোগ করেন মেদিনীপুরের সাংবাদিকদের সঙ্গে। সাংবাদিকরা যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে। এরপরেই ঘটে মুশকিল আসান। হ্যাম রেডিও তরফে মাত্র কয়েক ঘন্টার মধ্যে যোগাযোগ করা হয় ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে। শনিবার রাতেই বিহার থেকে রওনা দেয় পরিবারের সদস্যরা। হ্যাম রেডিওর সহযোগিতায় এবং সাংবাদিকদের তৎপরতায় ঐ বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হয় তার পরিবারের কাছে। জানে গিয়েছে এই বৃদ্ধার নাম ফুলবতি দেবী। ডাক্তার দেখাতে এসেই ভিড় ট্রেনে উঠতে গিয়ে হারিয়ে যান।
advertisement
তবে প্রায় দুমাস পর, এই বৃদ্ধা ফিরে পেলেন তার স্বামীকে। হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক সহ সাংবাদিকেরা। একে অপরের হাত ধরে ফের রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বৃদ্ধাকে বাড়ি ফিরিয়ে দিতে পেরে খুশি সকলে।
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডাক্তার দেখাতে এসে স্টেশনে ছাড়াছাড়ি! চোখের জলে ভেসে বৃদ্ধ দম্পতি পরস্পরকে খুঁজে চললেন ২ মাস...তার পর?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement